রাজনীতি ছাড়ার ঘোষণা ফিলিপাইনের প্রেসিডেন্টের

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ নানা সময়ে বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডে আলোচনায় আসা ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতার্তে এবার রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন।

আগামী নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতার্তে। ২০২২ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

খবর বিবিসির

এক ভাষণে তিনি বলেন, ‘আজকে আমি রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিচ্ছি। ফিলিপাইন্সবাসীর মতামত হলো, আমি আর যোগ্য নই৷ আর ২০২২ সালের নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট পদে আমার লড়তে যাওয়া হবে আইনের লংঘন।’

দুতার্তের রাজনীতি ছাড়ার ঘোষণা অনেকটা আকস্মিক হলেও এ সিদ্ধান্তের ফলে তার মেয়ে সারা দুতার্তে-কার্পিও পরের নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন বলে জানা গেছেঅ

যদিও দেশটির দাভাও শহরের মেয়র সারা দুতার্তে-কার্পিও গত মাসে জানিয়েছিলেন যে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা আপাতত তার নেই৷ তবে তিনি এও জানান যে তার বাবা রদরিগো দুতার্তে কিংবা তিনি নিজে দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট পদের প্রার্থী হবেন।

SHARE THIS ARTICLE