আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মাত্র ছয় থেকে সাত লাখ টাকায় ৩ মাসের মধ্যে রোমানিয়ায় পাঠানোর কথা বলে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ায় আমিন রহমান ট্রাভেলস এজেন্সির সত্ত্বাধিকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমার তেতলি এলাকা থেকে প্রতারক আমিন রহমানকে গ্রেফতার করা হয়।
জানা যায়, মাত্র ৩ মাসের মধ্যে রোমানিয়া, টাকা লাগবে ছয় থেকে সাত লাখ- পত্রিকায় এমন লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ফাঁদ পাতে আমিন রহমান। তা দেখে বিদেশ যেতে ইচ্ছুক সিলেটের প্রায় তিন শতাধিক তরুণ-তরুণী শর্ত অনুযায়ী ধাপে ধাপে জমা দেন টাকা তার ট্রাভেল এজেন্সিতে। কিন্তু রোমানিয়ায় নেওয়ার পরিবর্তে গা ঢাকা দেন আমিন রহমান।
এ ঘটনায় ভুক্তভোগী ফখরুল ইসলাম নামের এক যুবক ২৬ ফেব্রুয়ারি সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সাক্ষী হন ভুক্তভোগী আরও কয়েকজন ব্যক্তি।
মামলার এজাহারে ট্রাভেলস এজেন্সির মালিক আমিন রহমান ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে অন্তত ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
মামলা দায়েরের পর বিদেশে পালিয়ে যেতে চেষ্টা করেন ট্রাভেল এজেন্সির মালিক প্রতারক আমিন রহমান। সোর্স নিযুক্ত করে পুলিশ। এক পর্যায় মঙ্গলবার দুপুর দুইটার দিকে দক্ষিণ সুরমা থানার তেতলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিদেশে পাঠানোর নামে টাকা গ্রহণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। প্রতারক আমিনের গ্রেফতারের খবরে কোতোয়ালি থানায় এসে ভুক্তভোগীরা ভিড় জমাচ্ছে বলেও জানান তিনি।