লক্ষ মানুষের উপস্থিতে হেফাজত আমির জুনায়েদ বাবুনগরীকে হাটহাজারী মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীকে চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। আজ রাত পৌনে ১২টার দিকে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবরের পাশে তাঁর দাফন সম্পন্ন হয়।

এর আগে জুনায়েদ বাবুনগরীকে তাঁর গ্রামের বাড়ি ফটিকছড়ির বাবুনগরে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা শুয়াইব প্রথম আলোকে বলেছিলেন, ‘মাদ্রাসার শিক্ষক ও পরিবারের লোকজন বৈঠক করে জুনায়েদ বাবুনগরীকে গ্রামের বাড়ি ফটিকছড়ির বাবুনগরে দাফন করার সিদ্ধান্ত নিয়েছেন।’

ভিডিওঃ NewsBangla24

তবে হাটহাজারী মাদ্রাসায় রাত সোয়া ১১টার দিকে জানাজার পর বাবুনগরীর মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি ফটিকছড়ির দিকে যেতে চাইলে মাদ্রাসার ছাত্ররা ঘিরে ধরেন। তাঁরা হাটহাজারী মাদ্রাসা সংলগ্ন কবরস্থানেই দাফনের জন্য দাবি জানাতে থাকে। একপর্যায়ে অনেকে অ্যাম্বুলেন্সটির সামনে শুয়ে পড়েন। এই পরিস্থিতিতে হাটহাজারীতেই দাফন করা হয় জুনায়েদ বাবুনগরীকে।

SHARE THIS ARTICLE