লালবাগে গাজী টাওয়ারে আগুন

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ রাজধানী ঢাকার লালবাগে পোস্তায় গাজী টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা মো. বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বাবুল মিয়া বলেন, ‘লাগবাগের পোস্তার ঢালে গাজী টাওয়ারের চার তলায় আগুন লেগেছে।

গতকাল রাত ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে। রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানানা ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

SHARE THIS ARTICLE