শরীরে ক্যান্সার আক্রান্ত কোষের বৃদ্ধি রুখতে সক্ষম পেয়ারা

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বাজারে এখন পেয়ারা যেন উপচে পড়ছে। দামও হাতের নাগালে। এই পেয়ারার গুণের শেষ নেই। বহু ধরনের ভিটামিন, ফাইবার থাকার কারণে পেটের নানা সমস্যা সমাধানে দারুণ উপকারী। নিয়মিত পেয়ারা খেলে হৃদযন্ত্রও ভালো থাকে। ডায়াবেটিস এবং হার্টের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য পেয়ারা ভীষণ উপকারী।

থাই-৫ জাতের পেয়ারা চাষে ভাগ্য ফিরছে কৃষকদের - Somoy News

কিন্তু সম্প্রতি পেয়ারার আরও একটি বিশেষ গুণের কথা প্রকাশ্যে এল। ভিটামিন, ফাইবারে ভরপুর পেয়ারা ক্যানসার প্রতিরোধেও কার্যকরী! আমেরিকার ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ’-এর গবেষকরা ক্যানসার চিকিৎসায় পেয়ারার অবদান নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন। যেখানে তাদের দাবি, শরীরে ক্যান্সার আক্রান্ত কোষের বৃদ্ধি আটকাতে সক্ষম পেয়ারা। বিজ্ঞানীরা বলছেন, পেয়ারা পাতার রসও ফলের মতোই সমান উপকারী। এই ফল বা পাতার রস ক্যান্সার আক্রান্ত কোষে ঢুকে, তার বৃদ্ধি এবং শরীরে ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে সক্ষম। বিজ্ঞানীরা জানান, অন্যান্য ফলের তুলনায় পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা ক্যান্সার প্রতিহত করতে পারে। 

গবেষণার কারণে একাধিক স্তন্যপায়ী প্রাণীদের উপর তারা পরীক্ষা করেছেন। এত গুণের কারণে, আগামী দিনে ক্যান্সার চিকিৎসায় পেয়ারার ব্যবহার হতে পারে বলেই আশা করছেন বিজ্ঞানীরা। 

SHARE THIS ARTICLE