সস্ত্রীক করোনায় আক্রান্ত বিএনপি নেতা মোশাররফঃ রিজভী আইসিইউতে

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মোশাররফ বলেন, ‘আমাদের দুজনেরই জ্বর, কাশি আছে, খাবারে রুচি নেই। কথা বলতে কষ্ট হয়।’

গত সোমবার খন্দকার মোশাররফ ও তার স্ত্রীর করোনা ভাইরাস পরীক্ষার পর মঙ্গলবার ফলাফল পজিটিভ আসে। এরপর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাদের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে তাকে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেবেল কমে গেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ইনজেকশন দেওয়া হয়েছে। পরে অক্সিজেন লেবেল আরও কমে যাওয়ার সাথে সাথে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে।

রুহুল কবির রিজভী করোনা ভাইরাসে আক্রান্ত হলে গত ১৮ মার্চ তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

SHARE THIS ARTICLE