সিরাজগঞ্জে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায়

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক শিল্প উপমন্ত্রী, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন।

গতকাল শুক্রবার বাদ জুম্মা সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় লাখো মানুষ অংশ নেন।

এর আগে দলীয় কার্যালয়ে ও শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের মরদেহে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও সংগঠনের পক্ষ থেকে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময়ে তার কর্মময় জীবন ও তার আত্মার মাগফিরাত কামনা করে ভার্চুয়াল বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাবা-মায়ের কবরের পাশে শায়িত হলেন এমপি স্বপন | মফস্বল | দেশ রূপান্তর

এ ছাড়া জানাজা মাঠে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা, সাবেক মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাবেক এমপি চয়ন ইসলাম প্রমুখ।

জানাজা শেষে শাহজাদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের চুনিয়াখালিপাড়া শাহ মখদুম কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কফিনে মোড়ানো মরহুমের নিথর দেহ সামরিক হেলিকপ্টারযোগে পাবনা জেলার বেড়া উপজেলার খালেকুজ্জামান স্টেডিয়ামে অবতরণ করেন।

এরপর একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে করে মরদেহটি শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুরের তার নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ রাখার পরে পাঠানপাড়ার পৈতৃক বাড়িতে মরদেহটি নেওয়া হয়। সেখানে তার পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন তাকে শেষবারের মত শ্রদ্ধা জানান।

 উল্লেখ্য, এমপি হাসিবুর রহমান স্বপন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। এক মেয়াদে তিনি শিল্প উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আমৃত্যু তিনি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। শাহজাদপুর উপজেলার মাটি ও মানুষের এই জননেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

SHARE THIS ARTICLE