সিসিলির এটনা আগ্নেয়গিরিতে লাভা এবং ছাইয়ের উদ্গীরন (ভিডিও)


আইরিশ বাংলাপোস্ট ডেস্কঃ ভূমধ্যসাগরে ইটালির সর্ব বৃহৎ দ্বীপ সিসিলিতে ইউরোপের সর্ব বৃহৎ জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট এটনাতে গত ২৯শে আগস্ট আবারো লাভা এবং ছাইয়ের প্রবাহ বৃদ্ধি পায়। এই উদ্গিরনের ফলে আগুণের লেলিহান শিখা উদ্দীপ্ত হয়, বিশাল পরিমাণ উত্তপ্ত লাভা এবং ছাই চারিদিকে প্রবাহিত হয়েছে।

Italy's Etna Volcano Erupts on Sicily, Closing 2 Airports | Voice of  America - English


চলতি বছরের ৯ই আগস্টে হিংস্র লাভার ফোয়ারা পর্বের (SE crater paroxysm) পর প্রায় ৩ সপ্তাহ ধরে শান্ত ছিল এই জীবন্ত আগ্নেয়গিরি। মাস শেষ হওয়ার আগে আবারও লাভা ফোয়ারার এই জ্বলন্ত প্রদর্শনী শুরু হয়েছে। 

গত শনিবার প্রাথমিক সরবরাহ ব্যবস্থায় একধরনের অস্থিতিশীলতার সূচনা করেছিল ভূকম্পনের মাধ্যমে, সেই সময়ে কোনও উল্লেখযোগ্য বিস্ফোরণ লক্ষ্য করা যায়নি। রোববার বিকাল ৩ টার দিকে ভূকম্পন বাড়তে থাকে এবং তারপরই নূতন করে শুরু হয় বিরতিহীন স্ফুরণ এই স্ফুরণকে বলা হয় “স্ট্রম্বোলিয়ান” স্ফুরণ।

ভিডিওঃ দি টেলিগ্রাফ

এটনা আগ্নেয়গিরিতে এ বছর ৫০ বারের বেশি এধরনের স্ফুরণ সংঘটিত হলো। শেষ খবর পাওয়া পর্য্যন্ত আগ্নেয়গিরিতে স্ফুরণ বাড়ছে এবং এই বৃদ্ধি অব্যাহত থাকলে খুব শীঘ্রই এবার লাভার প্রবাহে সয়লাব হয়ে যেতে পারে। এখনো সিসিলি বিমানবন্দরে কার্য্যক্রম অব্যাহত আছে বলে জানা গেছে।


ইতালিতে তিনটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, সবই দেশের দক্ষিণে। নেপলসে অবস্থিত মাউন্ট ভিসুভিয়াস মূল ইউরোপের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। এটি খৃষ্টপূর্ব ৭৯ সালে পম্পেই এবং হারকুলেনিয়ামের রোমান শহরগুলির ধ্বংসের জন্য বিখ্যাত। ভিসুভিয়াসের সর্বশেষ অগ্নুৎপাত হয়েছিলো ১৯৪৪ সালে। ভিসুভিয়াসকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক আগ্নেয়গিরি বলে মনে করা হয় কারণ এটি যে কোনো সময় বিস্ফোরিত হলে,  আশেপাশে বসবাসকারী ত্রিশ লক্ষ মানুষের জীবনের জন্য হুমকি হয়ে উঠতে পারে। 

ভিসুভিয়াস

দ্বিতীয় আগ্নেয়গিরি টাইরেনিয়ান সাগরের স্ট্রম্বোলি নামক দ্বীপে অবস্থিত। এটি ৯২৬ মিটার উঁচু এবং গত ২০০০ বছর ধরে প্রায় ক্রমাগত বিস্ফোরিত হচ্ছে। অনেক দূরে থেকে এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখা যায় বলে ‘ভূমধ্যসাগরের বাতিঘর’ হিসেবে এর পরিচিতি আছে। 

স্ট্রম্বোলি

মাউন্ট এটনা সিসিলির পূর্ব দিকে মেসিনা এবং কাতানিয়ার মধ্যে অবস্থিত। এই আগ্নেয়গ্রিরি ক্রমাগতভাবে সক্রিয় আছে তবে এটির কার্য্যকলাপ স্থিতিশীল অবস্থায় রয়েছে, এবং এটি বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলির মধ্যে একটি। এটি ৩০০০ মিটার উউচতায় বলে ইউরোপের সবচেয়ে উঁচু এবং ১১৯০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এর অবস্থান হওয়ায় এটি ইতালির তিনটি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে বৃহত্তম।

এটনা


তথ্যসূত্রঃ স্কাই নিউজ, ইউরোনিউজ 

SHARE THIS ARTICLE