সৌদিতে স্বজনদের নিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে তিন মাসের জন্য পরিবারের সদস্যদের নিতে পারবেন। বুধবার সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ’র সঙ্গে বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা এখন থেকে সর্বোচ্চ তিন মাসের জন্য তাদের পরিবারের এক বা একাধিক সদস্যকে সে দেশে নিয়ে যেতে পারবেন।এছাড়া ওমরাহ ভিসার মেয়াদও ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে।

বৈঠকের বিষয়ে তৌফিক আল-রাবিয়াহ বলেন, বাংলাদেশিদের সৌদি আরবের মক্কা ও মদিনায় স্বাগত জানাতে আমরা এখানে এসেছি। ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। যে কেউ মক্কা, মদিনাসহ বিভিন্ন শহর ঘুরতে পারবেন। সৌদির উন্নয়নে সহায়তা করছেন বাংলাদেশিরা। ২৮ লাখ বাংলাদেশি বর্তমানে সৌদি আরবে কাজ করছেন।

এসময় তৌফিক আল-রাবিয়াহ বলেন, সৌদি আরবে বাস করা যে কোনো বাংলাদেশি তাদের আত্মীয়-স্বজনদের ভিজিট ভিসায় সৌদি আরবে আমন্ত্রণ জানাতে পারবেন। এছাড়াও হজের খরচ কমানো নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি প্রত্যেক বাংলাদেশি নাগরিককে নিশ্চিত করতে চান যে তারা ওমরাহ করতে গিয়ে সেখানে যে কোনো জায়গায় যেতে পারবেন। এছাড়া এখন নারীরাও মাহরাম ছাড়া মক্কা ও মদিনায় যেতে পারবেন।

SHARE THIS ARTICLE