সোমালিয়ার রাজধানী মোগাদিশুর হোটেলে সশস্ত্র হামলায় ২২ জনের বেশী হতাহত

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃগতকাল ১৬ই আগস্ট রোববার বিকেলে সোমালি রাজধানী মোগাদিশূর লিডো সমুদ্র সৈকতের হোটেল এলিটে বোমা হামলা ও সশস্ত্র আক্রমণ হওয়ার খবর পাওয়া গিয়েছে। এই আক্রমণে ১০ জনের মৃত্যু হয়েছে আর ১২ জনের অধিক আহত হয়েছেন বলে প্রকাশ। ধারনা করা হয়, আল কায়দার সহযোগী সংগঠন আল-শাবাব এই হামলা চালিয়েছে। আল শাবাবের এই দল একটি গাড়ি বোমা ফাটিয়ে হোটেলে প্রবেশ করে হোটেলে অবস্থানকারীদের জিম্মি করে ফেললে, হোটেলের নিরাপত্তা রক্ষীদের সাথে বন্দুক যুদ্ধ শুরু হয়। নিরাপত্তা বাহিনীর সাথে আক্রমণকারী বাহিনীর কয়েক ঘণ্টা বন্দুক যুদ্ধের পর নিরাপত্তা রক্ষীরা হোটেল পুনর্দখলে সক্ষম হয়েছে বলে সর্বশেষ সংবাদে প্রকাশ।

মৃতদের মধ্যে দুইজন সরকারী কর্মকর্তা, তিনজন নিরাপত্তা কর্মী এবং ৪ জন অতিথি রয়েছেন বলে জানা গেছে। আক্রমণকারীদের মধ্যে কতজন হতাহত হয়েছেন তা এখনো জানা যায়নি। এলিট হোটেলটি শহরের সুরক্ষিত অঞ্চলে হওয়ায় স্থানীয়ভাবে পরিচিত এবং বিদেশী নাগরিকরা প্রায়ই এই হোটেলে এসে থাকেন তবে আক্রমণের মুহূর্তে হোটেলটিতে কোনও বিদেশী নাগরিক রয়েছেন কিনা তা স্পষ্ট নয়।�১৯৯১ সালে তৎকালীন রাষ্ট্রপতি সায়িদ বারি সামরিক শাসনের পতনের পরে সোমালিয়া বিশৃঙ্খলায় পতিত হয় এর ফলে কয়েক বছর গোত্রে গোত্রে যুদ্ধ শুরু হয়, যার ধারাবাহিকতায় আল-শাবাবের উত্থান ঘটে যা একসময় দেশের বিশাল অংশ এবং মোগাদিসু নিয়ন্ত্রনে নিয়েছিলো।২০১১ সালে আল-শাবাবকে রাজধানী থেকে বহিষ্কার করা হলেও এর যোদ্ধারা নিয়মিত আক্রমণ চালিয়ে সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।গত সপ্তাহে, মোগাদিশুর কেন্দ্রীয় কারাগারে আটক থাকা আল-শাবাব যোদ্ধাদের সাথে নিরাপত্তা বাহিনীর সাথে গুলি বিনিময়ে ২০ জনের মৃত্যু হয়। এই ঘটনায় আল শাবাবের হাতে প্রচুর অস্ত্র শস্ত্র চলে আসে। এই গ্রুপটি গত বছর এসওয়াইএল হোটেলকে টার্গেট করেছিল, যার ফলে সাত ঘন্টা লড়াই হয়েছিল। এই গোষ্ঠীটি মোগাদিশুকে প্রায়শই বোমা হামলা ও বন্দুকের আক্রমণে লক্ষ্য করে।��তথ্যসূত্রঃ সি এন এন, বি বি সি, আল জাজিরা

SHARE THIS ARTICLE