
আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে লাখ লাখ অভিবাসীকে। সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে যেসব অভিবাসী কর্তৃপক্ষের মাধ্যমে দেশটিতে প্রবেশ করেননি এবং অস্থায়ী বসবাসের মর্যাদা পেয়েছেন তারা স্থায়ী বসবাসের জন্য আর আবেদন করতে পারবেন না। দেশটিতে এমন মর্যাদার লাখ লাখ অভিবাসী রয়েছে।
সুপ্রিম কোর্টের এই রায় অস্থায়ী বাসের অনুমোদন পাওয়া অভিবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যা টিপিএস হিসেবে পরিচিত। এর আওতায় পড়বেন এল সালভাদোর, হাইতি, মিয়ানমারের মতো দেশ থেকে আসা ৪ লক্ষাধিক অভিবাসী।
বিভিন্ন মানবিক কারণে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। থাকার সুযোগকে অস্থায়ী হিসাবে বিবেচনা করা হলেও, অনেকেই কয়েক দশক ধরে দেশে রয়েছেন এবং এখন আমেরিকাকে নিজেদের বাড়ি মনে করেন। তবে এসব ব্যক্তি কীভাবে প্রথম যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন সে বিষয়ে আদালতের সিদ্ধান্তের উপর নির্ভরশীল।
শিক্ষার্থীরা বা পর্যটন ভিসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের পরে যাদের এই মর্যাদা দেওয়া হয়েছিল তাদের পক্ষে এই রায় ছিল আশাবাদী, যদিও নথির অবশেষে মেয়াদ শেষ হয়ে গেছে। তবে এল সালভাদোরের বাদী জোসে সান্টোস সানচেজের মতো অনেকেই “বেআইনীভাবে” দেশে প্রবেশের পরে টিপিএসের জন্য আবেদন ও যোগ্যতা অর্জন করেছিলেন।
এই ক্ষেত্রে, উচ্চ আদালত রায় দিয়েছে, “একটি টিপিএস প্রাপক যিনি বেআইনীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন তিনি স্থায়ী বাসিন্দা হওয়ার যোগ্য নন। কারণ স্থায়ী বাসের অনুমোদন এমন একটি মর্যাদা যা সেই ব্যক্তিকে নাগরিকত্বের পথে নিয়ে যায়।
তবে বিচারপতি ইলিনা কাগান বলেছিলেন যে, কংগ্রেসে এই আইন বিচারাধীন রয়েছে যা এই গোষ্ঠীটিকে সহায়তা করতে পারে। প্রতিনিধি পরিষদ একটি বিল পাস করেছে যা ঠিক এটি করতে পারে।
তবে এই আইন বাস্তবায়ন হওয়ার আগে সিনেটে পাস হতে হবে এবং পরে প্রেসিডেন্টের স্বাক্ষর করতে হবে। এজন্য আইনটি পাস হবে কি না সে বিষয় এখনো অনিশ্চিত।
অভিবাসীপন্থী সংগঠন কাসা এই সিদ্ধান্তের পরপরই একটি বিবৃতিতে বলেছিল যে আদালত “অভিবাসীদের বিরুদ্ধে” রায় দিয়েছে। সংগঠনটি কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে, এই অন্যায্য সিদ্ধান্তটি সংশোধন করার জন্য আইন পাস করতে।
হন্ডুরাস, নেপাল, নিকারাগুয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ভেনিজুয়েলা এবং ইয়েমেনের নাগরিকরা তাদের জাতির চলমান সশস্ত্র সংঘাত, ভূমিকম্প বা হারিকেনের মতো প্রাকৃতিক বিপর্যয় বা অন্যান্য অসাধারণ পরিস্থিতির কারণে টিপিএস থেকে সুবিধা পেয়েছে।