
সিদ্দিকুর রাহমান, স্পেন থেকেঃ স্পেনে সাবেক ছাত্রদল অগ্রানেইজশন ইউরোপের উদ্যোগে তারেক রাহমান ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুস্টিত হয়। বুধবার(২৩ নভেম্বর) রাতে মাদ্রিদের দেশ রেস্টুরেন্টে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রাহমান এর ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু জাফর রাসেল ও সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম জাকি। আলোচনায় অংশগ্রহণ করেন স্পেন বিএনপির আহবায়ক মোজ্জামেল হক মনু, যুগ্ন আহবায়ক নূর হোসেন পাটুয়ারী, জামাল উদ্দিন মনির ও সদস্য সচিব মাহবুবুর রহমান ঝন্টু, উপস্থিত ছিলেন স্পেন বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক হেমায়েত খান, এস এম আহমেদ মনির, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, রমিজ উদ্দিন, কাজী জসিম, যুগ্ন সচিব সানুর মিয়া সাদ, শহিদুল ইসলাম, সিপার আহমেদ, বিল্লাল হোসেন শাকিল, আসাদ আলী, কামরুল ইসলাম, মাইন উদ্দিন,খিজির আহমেদ,আলামিন পালোয়ান সহ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিএনপি এই ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থাকে পরিপূর্ণভাবে মেরামত করবে। চলমান গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। যার নেতৃত্ব দেবেন দেশনায়ক তারেক রহমান।তার নির্দেশে দেশের বিভাগীয় সদরগুলোতে লাখ লাখ মানুষ গণসমাবেশ সফল করতে রাস্তায় নেমে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধারের নিয়মতান্ত্রিক যুদ্ধে বিভাগীয় সদরগুলোতে বিএনপি জয়লাভ করেছে। এরপরও যদি সরকারের ঘুম না ভাঙে তবে ১০ ডিসেম্বরের পরে আন্দোলন দ্বিতীয় পর্বে উন্নীত হবে। সরকারকে বিদায় করার পর আন্দোলনরত সব পক্ষকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি।