আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ স্বর্ণরাঙা উজ্জ্বল ভোরের শুরুতেই চারিদিকে ছড়িয়েছে স্বপ্নের সুষমা। আজকের ভোর এক নতুন ভোর। নতুন করে শুরুর দিন। অতীতের সব হিংসা-বিদ্বেষ পেছনে ফেলে সৌহার্দ্য-সম্প্রীতির নতুন ভোর। এই ভোরের সাথে সাথে শুরু হলো পিছনের সব গ্লানি, বেদনা,হতাশা আর অপ্রাপ্তির বেদনা মুছে নব সম্ভাবনার স্বপ্ন নিয়ে নব রূপে যাত্রা শুরুর দিন।
হাসি-কান্না, আনন্দ-বেদনায় কেটে গেলো আরও একটি বছর। বিদায় নিল ২০২১। এলো ২০২২। ৩৬৫ দিনের এই হিসেব-নিকেশ চলবে অনন্তকাল। শুভ নববর্ষ।
কথায় বলে, ‘যায় দিন ভালো; আসে দিন মন্দ’। যেদিন গেছে; তা হোক সফলতার কিংবা ব্যর্থতার। অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলো আলোকিত হবে নির্ভুলভাবে। অনেক উত্থান-পতন পেরিয়ে অতীতের খাতায় জমা হলো ২০২১ সাল।
বিশ্বজুড়ে গত বছরও চোখ রাঙিয়েছে করোনাভাইরাস মহামারি। তবে আশার আলো হয়ে দেখা দিয়েছিল টিকা। ২০২২ সাল মহামারি মুছে যাওয়ার বছর হোক। শান্তি সমৃদ্ধির বিশ্ব আবার মাথা উঁচু করে দাঁড়াক।
আইরিশ বাংলাপোষ্ট পত্রিকার সকল পাঠক, লেখক, কবি ও শুভানুধ্যায়ীদের জানাই ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।
আপনাদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন, হৃদয় নিংড়ানো ভালবাসা, প্রাণঢালা শুভেচ্ছা ও অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আর শুভ কামনা রইল। আগামী দিন গুলো আপনাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও আনন্দ। নতুন বছরের এই খুশির দিনে আল্লাহ তায়ালা আপনাদেরকে সুস্থ রাখুক ও দীর্ঘ জীবন দান করুক। আমিন