স্মৃতিভ্রংশ (ডেমেনশিয়া)
ডাঃ জিন্নুরাইন জায়গীরদার
স্মৃতিভ্রংশ, আজ সভ্যতার জটিলতম সমস্যা
ধরাধামে, মানুষ বেঁচে থাকে, তার কর্মে আর স্মৃতিতে
স্মৃতিহীনের চারিদিকে শুধুই অমাবস্যা
তার বর্তমান নেই, অতীত নেই, ভবিষ্যৎ নেই স্মৃতিতে
স্মৃতিহীন মানুষ, নির্বিকার, পরিচিতি নেই, শুধুই তপস্যা
সমাধান মেলেনি আজো, চলছে অন্বেষা।
আমাদের, স্মৃতি এখনো হয়নি শেষ
সময় এগিয়ে চলে, রেখে যায় আনন্দের রেশ
অনুভব, অনুভূতি, এঁকে রাখো পাতায় পাতায়, অনিমেষ
সন্তানরা কতটুকু পায়, তোমার স্মৃতির আবেশ
দ্রুত বর্ধিঞ্চু জীবনে, কঠোর সংগ্রামে কেটে যায় সময় বিশেষ
তারপর, সেই চক্র আবারো চলে দ্রুত নির্নিমেষ
অমোঘ নিয়তি তাড়া করে স্মৃতিভ্রংশ, দিবাশেষ
হারিয়ে যায় অনুভব, অনুভূতি সবিশেষ।।
১৬ই জানুয়ারি ২০২১