হবিগঞ্জে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে প্রভাত মিয়া (৩৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শুক্রবার (১ জানুয়ারি) তার শ্বশুরবাড়িতে তিনি আত্মহত্যা করেন।

জানা যায়, মৃত প্রভাত কিশোরগঞ্জের কুলিয়ারচরের সিরাজ মিয়ার পুত্র। বেশকিছু দিন ধরেই তার স্ত্রীর সঙ্গে মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) তার শশুরবাড়িতে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। পরের দিন অনেক বেলা হয়ে গেলেও দরজা না খুললে তার শশুরবাড়ির লোকজন দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে।

ওই সময় তাকে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পরে শায়েস্তাগঞ্জ থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার দিন তার স্ত্রী বাড়িতে ছিলেন না। তার স্ত্রী ঢাকায় চাকরি করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, বেশ কিছুদিন ধরে প্রভাত মিয়ার স্ত্রীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। এর জের ধরেই আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে। ঘটনার দিন তার স্ত্রী বাড়িতে ছিলেন না।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

SHARE THIS ARTICLE