
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ হাঙ্গেরি প্রবেশের সময় রোমানিয়া থেকে বাংলাদেশ, মিশর ও ভারতের আট অভিবাসীকে আটক করেছে পুলিশ।
এ সময় তারা সেচকাজের হোস পাইপ বহনকারী একটি দীর্ঘ ট্রাকে করে নাডলাক দ্বিতীয় বর্ডার ক্রসিং পয়েন্ট অতিক্রম করছিলেন। ওই ট্রাকটির যাওয়ার কথা ছিল স্পেনে। কিন্তু সীমান্তে কাস্টমস ক্লিয়ারেন্স প্রক্রিয়ার সময় তারা ধরা পড়ে যান। তাদেরকে কার্গো কম্পার্টমেন্টে আত্মগোপন করে থাকতে দেখা যায়।
মঙ্গলবার আরাড বর্ডার পুলিশ এ তথ্য দিয়েছে। ট্রাকটি চালাচ্ছিলেন রোমানিয়ার একজন নাগরিক। তাদেরকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, এসব অভিবাসী বাংলাদেশ, মিশর ও ভারত থেকে রোমানিয়া গিয়েছেন। সেখান থেকে হাঙ্গেরি যাওয়ার কথা ছিল।
সেখানে গিয়ে আশ্রয় প্রার্থনা করে আবেদন করার কথা ছিল। এ খবর দিয়েছে অনলাইন স্ট্রাইরিপেসার।