২০২০ আইপিএলে কে কোন দলে খেলছে?

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আগামী ১৯ সেপ্টেম্বর ২০২০ইং শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। ভারতে নয় টি-টোয়েন্টির এই জমজমাট আসর বসতে চলেছে সংযুক্ত আরব আমিরাতে। স্বাস্থ্যবিধি মেনে বসতে চলেছে আইপিএলের এবারের আসর। এরইমধ্যে মধ্যপ্রাচ্যের দেশটিতে উড়ে যেতে শুরু করেছে দলগুলো। সেখানে পরীক্ষার পর শুরু হবে অনুশীলন। মাঠে নামার আগে আবারও পরীক্ষার মুখোমুখি হতে হবে খেলোয়াড় ও কোচিং স্টাফদের। এক নজরে দেখে নেবো ১৩তম আইপিএলের সবগুলো দলের খেলোয়াড়ের তালিকা-ঃ

মুম্বাই ইন্ডিয়ানস-ঃ ভারতীয়-ঃ রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, আনমোলপ্রীত সিং, সৌরভ তিওয়ারি, ধবল কুলকার্নি, জসপ্রীত বুমরাহ, রাহুল চাহার, মহসীন খান, প্রিন্স বলবন্ত রাই সিং, দিগ্বিজয় দেশমুখ, হার্দিক পান্ডিয়া, জয়ন্ত যাদব, ক্রুনাল পান্ডিয়া, অনুকুল রায়, ইশাল কিষাণ ও আদিত্য তারে।

বিদেশি-ঃ ক্রিস লিন, কাইরন পোলার্ড, নাথান কুল্টার-নেল, লাসিথ মালিঙ্গা, মিচেল ম্যাকলেনাঘান, ট্রেন্ট বোল্ট, কুইন্টন ডি কক, শেরফানে রাদারফোর্ড ও ফ্যাবিয়ান অ্যালেন।

চেন্নাই সুপার কিংস-ঃ ভারতীয়-ঃ মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), এন জগদীশন, ঋতুরাজ গায়েকোয়াড়, কেএম আসিফ, রবীন্দ্র জাদেজা, মুরলী বিজয়, কেদার যাদব, মনু কুমার, সাই কিশোর, হরভজন সিং, করণ শর্মা, পীয়ূষ চাওলা, আম্বাতি রায়ডু, সুরেশ রায়না, দীপক চাহার ও শার্দুল ঠাকুর। বিদেশি-ঃ শেন ওয়াটসন, মিচেল সান্টনার, জশ হ্যাজেলউড, ইমরান তাহির, ফাফ ডু প্লেসিস, ডোয়েন ব্রাভো, লুঙ্গি এনগিদি ও স্যাম কারান।

রাজস্থান রয়্যালস-ঃ মাহিপাল লোমরোর, মনন ভোরা, রিয়ান পরাগ, রবিন উথাপ্পা, অঙ্কিত রাজপুত, মায়াঙ্ক মারকান্ডে, শ্রেয়স গোপাল, বরুণ অ্যারোন, জয়দেব উনাদকাট, কার্তিক ত্যাগী, আকাশ সিং, রাহুল তেওয়াতিয়া, শশাঙ্ক সিং, যশশ্বী জয়সওয়াল, অনিরুদ্ধ যোশী, সঞ্জু স্যামসন ও অনুজ রাওয়াত। বিদেশি-ঃ স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড মিলার, ওশেন থমাস, অ্যান্ড্রু টাই, বেন স্টোকস, টম কারান, জস বাটলার ও জোফ্রা আর্চার।

কিংস ইলেভেন পাঞ্জাব-ঃ ভারতীয়-ঃ কেএল রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, সরফরাজ খান, মনদীপ সিং, ইশান পোড়েল, রবি বিষ্ণোই, মোহম্মদ শামি, মুজিব উর রহমান, আর্শদীপ সিং, হারদাস ভিলজোয়েন, মুগান অশ্বিন, জগদীশ সূচিত, হরপ্রীত ব্রার, দর্শন নালকান্দে, কৃষ্ণাপ্পা গৌতম, দিপক হুডা, তেজিন্দর সিং ধিলন ও প্রভসীমরণ সিং। বিদেশি-ঃ ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েল, জিমি নিশাম, ক্রিস জর্ডান, নিকোলাস পুরান ও শেলডন কোটরেল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু-ঃ ভারতীয়-ঃ বিরাট কোহলি (অধিনায়ক), গুরকীরত মান, দেবদূত পাড়িক্কল, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, নভদীপ সাইনি, পবন নেগি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, পবন দেশপান্ডে, পার্থিব প্যাটেল ও শাহবাজ আহমেদ। বিদেশি-ঃ এবি ডিভিলিয়ার্স, জশুয়া ফিলিপ, ক্রিস মরিস, অ্যারন ফিঞ্চ, কেন রিচার্ডসন, ডেল স্টেইন, ইসুড়ু উড়ানা ও মইন আলি।

দিল্লি ক্যাপিটালস-ঃ ভারতীয়-ঃ শ্রেয়স আইয়ার (অধিনায়ক), শিখর ধাওয়ান, পৃথ্বী শ, ঋষভ পন্থ, ইশান্ত শর্মা, অক্ষর প্যাটেল, অজিঙ্কা রাহানে, রবিচন্দ্র অশ্বিন, অমিত মিশ্র, আভেশ খান, মোহিত শর্মা, ললিত যাদব, হর্শল প্যাটেল ও তুষার দেশপান্ডে। বিদেশি-ঃ কেমো পল, জেসন রয়, সন্দীপ লামিচানে, কাগিসো রাবাদা, মার্কাস স্টোইনিস, ক্রিস ওকস, অ্যালেক্স ক্যারি ও শিমরোন হেটমেয়ার।

সানরাইজার্স হায়দরাবাদ ভারতীয়-ঃ মনীশ পান্ডে, বিরাট সিং, প্রিয়ম গর্গ, আব্দুল সামাদ, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কৌল, টি নটরাজন, অভিষেক শর্মা, শাহবাজ নাদিম, বিজয় শঙ্কর, সঞ্জয় যাদব, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা, শ্রীবৎস গোস্বামী ও ভাবানাকা সন্দীপ। ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), কেন উইলিয়ামসন, বিলি স্টানলেক, মিচেল মার্শ, মোহাম্মদ নবী ও রশিদ খান।

কলকাতা নাইট রাইডার্স ভারতীয়-ঃ দীনেশ কার্তিক (অধিনায়ক), কমলেশ নাগারকোটি, কুলদীপ যাদব, নীতীশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়ার, শিবম মাভি, শুভমান গিল, সিদ্ধেশ লাড, বরুণ চক্রবর্তী, রাহুল ত্রিপাঠী, এম সিদ্ধার্থ ও নিখিল নায়েক। বিদেশি-ঃআন্দ্রে রাসেল, হ্যারি গার্নে, লোকি ফার্গুসন, সুনীল নারিন, প্যাট কমিন্স, ইয়ন মর্গ্যান, টম ব্যান্টন ও ক্রিস গ্রিন।

SHARE THIS ARTICLE