
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ সম্প্রতি রেলের জন্য ৩০ জন নারী চালক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় সৌদি আরবে। সেই আবেদনে সাড়া দিয়ে ট্রেনের চালক হওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে ২৮ হাজার সৌদি নারী। চাকরির ক্ষেত্রে নারীদের জন্য সৌদি যে সংস্কার এনেছে এটি তারই অংশ বলে মনে করা হচ্ছে।
সৌদি আরবের বুলেট ট্রেন পরিচালনার দায়িত্বে রয়েছে স্প্যানিশ রেলওয়ে অপারেটর রেনফে। সংস্থাটি জানিয়েছে, আবেদনকারীদের মধ্যে একাডেমিক ও ইংরেজি ভাষা দক্ষতার মূল্যায়নে অর্ধেক প্রার্থীকে বাদ দেয়া হয়েছে। মার্চের মাঝামাঝি যোগ্যদের নিয়ে কাজ করা সম্ভব হবে।

আরব নিউজের খবরে বলা হয়েছে, নির্বাচিত ৩০ জন নারীকে এক বছরের প্রশিক্ষণ দেয়া হবে। তারপর তারা মক্কা ও মদিনা শহরের মধ্যে বুলেট ট্রেন চালানোর দায়িত্ব পাবেন।
রেনফে বলছে, সৌদি নারীদের সুযোগ করে দিতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
বর্তমানে সৌদি আরবে ট্রেন চালানোর জন্য ৮০ জন পুরুষকে নিয়োগ করা হয়েছে। আরও ৫০ জনকে নিয়োগে নির্দেশনা দেওয়া হয়েছে।
সৌদি আরবের নারীদের জন্য এতদিন শিক্ষক এবং চিকিৎসা কর্মীর মতো চাকরিগুলো সীমাবদ্ধ ছিল। ২০১৮ সালে প্রথমবারের মতো দেশটিতে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়।
সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ উপলক্ষে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে দেশটি। তারই অংশ হিসেবে অর্থনৈতিক নানা কার্যক্রম ও নারীদের কর্মক্ষেত্রে আরও বেশি সুযোগ দেওয়া হচ্ছে।