৩৪ ব্যক্তির গুম নিয়ে জাতিসংঘকে জবাব দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ বাংলাদেশে ৩৪ জন ব্যক্তির গুমের বিষয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদকে জবাব দেবে বাংলাদেশ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্যের ভিত্তিতে জবাব দেওয়া হবে। জাতিসংঘ মানবাধিকার পরিষদের দেয়া চিঠিরস বিষয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যম এসব তথ্য জানান।

দুনিয়ার কম বেশি সব দেশেই গুম হয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (জাতিসংঘ) ভারতকে কিছু বলে না। পাকিস্তানকে কিছু বলে না। আমরা তাদের বেশি পাত্তা দেই। তাই তারা আমাদের অনবরত হ্যামার করে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ২০২০ সালে ১ হাজার ৩৪ জন গুম হয়েছে। কই তারা তো এটা নিয়ে কিছুই বলে না। তবে আমাদের কাছে তারা যেটা জানতে চেয়েছে আমরা জবাব দেব।

সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বাংলাদেশে গুম হওয়া ৩৪ ব্যক্তির অবস্থান ও পরণতি কী হয়েছে সে বিষয়ে জানতে চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। ওই চিঠির জবাব দিতে যাচ্ছে বাংলাদেশ।

SHARE THIS ARTICLE