“আইরিশ বাংলা এসোসিয়েশন অফ ডোনেগাল” কর্তৃক মতবিনিময় সভা ও মিলাদ মাহফিল সফলভাবে সম্পন্ন

মশিউর রহমানঃ গত ৮ ই নভেম্বর রোজ মঙ্গলবার বেলা ২ ঘটিকার সময় আয়ারল্যান্ডের “ডোনেগাল” কাউন্টিতে বসবাসরত সকল বাংলাদেশীদের নিয়ে গঠিত “Irish Bangla Association Of Donegal” এর উদ্বোগে এক মত বিনিময় সভা ও মিলাদ মাহফিলে এসোসিয়েশনের সভাপতি জনাব মুহিব আজাদের সভাপতিত্বে এবং সহ সভাপতি বেলাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন মৌলানা তাজুল ইসলাম।

আইরিশ বাংলা এসোসিয়েশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব রানা মিয়া (কান্চন) সহ কাউন্টি ডোনেগালে বসবাসরত বাংলাদেশী গণ্যমান্য ব্যক্তিবর্গ। আইরিশ বাংলা এসোসিয়েশনের আজকের মতবিনিময় সভায় অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র ও সদস্য পরিচিতি ও বক্তব্য প্রদান করেন আইরিশ বাংলা এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলির সদস্য জনাব প্রভাষক আব্দুস শহীদ।উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব লুৎফুর রহমান।

মিলাদ মাহফিল পরিচালনা করেন উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব মৌলানা তাজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন আইরিশ বাংলা এসোসিয়েশনের অর্থ সম্পাদক জনাব গোলাম জাকারিয়া।বক্তব্য রাখেন বিশিস্ট ব্যবসায়ী জনাব আব্দুস শহিদ।আশরাফ হোসেন মাস্টারআব্দুল্লাহ পাটুয়ারীসাঈদ আহমেদ প্রমূখস্বাগতিক বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি জনাব মুহিব আজাদ সাহেব বাংলাদেশি ভাই ও বোনদের মধ্য থেকে যারা উক্ত মতবিনিময় ও মিলাদ মাহফিলের উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আইরিশ বাংলা এসোসিয়েশনের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি আরো বলেন স্বল্প সংখ্যক উদ্যোক্তা নিয়ে উক্ত আইরিশ বাংলা অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হলে ও অল্প দিনের মধ্যে আজ বৃহত্তর আকারে প্রতিষ্ঠিত হতে চলেছে। মূল উদ্যোক্তাকারীদের আহবানে সারা দিয়ে ইতিমধ্যে অনেক বাংলাদেশী ভাই ও বোনেরা উক্ত এসসিয়েশনের সদস্য ফরম পূরণ করে সদস্য হতে পেরেছেন বলে তিনি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন।তিনি আরো বলেন উক্ত এসোসিয়েশন অন্য কোন সংগঠনের সাথে সাংঘর্ষিক নয়। এবং সম্পুর্ণ অরাজনৈতিক ও অলাভজনক একটি সংগঠন।

May be an image of 14 people, people sitting, people standing and indoor

আইরিশ বাংলা এসোসিয়েশন যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে-# ইসলামী ধর্মীয় শিক্ষার ব্যাপারে বর্তমান ছেলেমেয়েদের এবং পরবর্তী জেনারেশনকে সক্রিয় করতে বিশেষ ভূমিকা পালন করবে।# ডোনেগাল বাংলাদেশীদের জন্য একটি মসজিদ নির্মাণ করতে অগ্রনি ভূমিকা পালন করবে।# ডোনেগালে অবস্থিত বাংলাদেশী ভাই ও বোনেরা যে কোন সমস্যার সম্মুখীন হলে ইনশাআল্লাহ তাদের সমস্যা সমাধানের বাস্থব পদক্ষেপ গ্রহন করতে অঙ্গীকারবদ্ধ,যেমন কেউ অসুস্থ হলে তার পাশে দাঁড়ানো। তাছাডা কেউ মৃত্যু বরণ করিলে ওই ব্যক্তির দাফন-কাফন অথবা দেশে প্রেরণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে।# বাংলাদেশী সংস্কৃতি , কৃস্টি কাল্চার ও জাতীয় দিবস সহ ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সদা প্রস্তুত থাকবে। সভার সভাপতি এসোসিয়েশনের কার্যক্রম এবং মহৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করে উপস্থিত সকল কে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। ২য় পর্বে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন এসোসিয়েশনের উপদেস্টা মৌলানা তাজুল ইসলাম।সম্পূর্ণ অনুষ্ঠানটি বাস্তবায়ন করতে যথেষ্ট পরিমাণ সময়, পরিশ্রম ও ত্যাগ স্বীকার করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন যারা_________জনাব আব্দুল্লাহ পাটোয়ারীনাসিম হোসাইন নাঈম আহমেদ আসাদ আহমেদবাবুল আহমদ শাহিন আহমদ আমিনুল ইসলাম জিয়াউল হক জিয়া আলা মিয়াআব্দুর রউপসামাল আহমেদসাইদ আহমেদআব্দুল মনাফমাজহারুল ইসলামমাহিদ আহমেদজাকারিয়া তানিমমাহদি আহমেদ তানিমইফতেখার হাসান সামিআব্দুল মুহিতমুসা সরদারআব্দুল মুমিনপারভেজ আহমেদশওকত আলীসহ আরো ও অনেকেই।

SHARE THIS ARTICLE