৫৬ লাখ অবৈধ বিদেশিকে আটক করেছে সৌদি!

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ বিগত ২০১৭ সাল থেকে ৫৬ লাখ অবৈধ বিদেশিদের আটক করেছে সৌদি আরব। এদের মধ্য থেকে ১৫ লাখের বেশি মানুষকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। সম্প্রতি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় (এমএইচআরএসডি) এবং পাসপোর্ট জেনারেল অধিদপ্তর (জাজাবাদ) সহ প্রায় ১৯ টি মন্ত্রণালয় এবং সরকারি বিভাগগুলি অবৈধ বিদেশিদ মুক্ত করার অভিযানে অংশ নিয়েছে।

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, এদের মধ্যে ৪৩ লাখের বেশি বিদেশি আবাসিক আইন লঙ্ঘন করেছে। ৮ লাখের বেশি শ্রম আইন লঙ্ঘন করেছে। সীমান্ত সুরক্ষা ব্যবস্থার লঙ্ঘনকারীদের সংখ্যা ৫ লক্ষাধিক।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিতে অনুপ্রেবেশের চেষ্টা করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন সোয়া এক লাখের বেশি মানুষ। এদের মধ্যে ৫৪ শতাংশ ইথিওপিয়ান, ৪৩ শতাংশ ইয়েমেনি এবং বাকি তিন শতাংশ বিভিন্ন জাতীয়তার মানুষ।

Four gunmen dead in attack on Saudi police | The Times of Israel

এতে বলা হয়েছে যে অবৈধভাবে কিংডম ছাড়ার চেষ্টা করতে গিয়ে সাড়ে নয় হাজার জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ২ হাজার ৭৬৬ সৌদি নাগরিকসহ ৮ হাজার ২২২ জনের বিরুদ্ধে অবৈধদের বিভিন্নভাবে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

অভিযানটিতে বলা হয়েছে, ২, ৭৬৬। সৌদি সহ ৮,২২২ জন ব্যক্তির বিরুদ্ধে বেশ কয়েকটি অবৈধ প্রবাসীদের আবাসন ও পরিবহন সরবরাহ করার অভিযোগ আনা হয়েছে। প্রায় ২,৭৬১১জন সৌদিকে তদন্ত করা হয়েছিল, শাস্তি দেওয়া হয়েছিল এবং ছেড়ে দেওয়া হয়েছিল এবং ৫ টি এখনও তদন্তাধীন রয়েছে।

SHARE THIS ARTICLE