‘৬১৫ মিলিয়ন ডলার ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে উত্তর কোরিয়া’

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ অনলাইন গেমিং প্ল্যাটফর্মে সাইবার হামলা চালিয়ে ৬১৫ মিলিয়ন মার্কিন ডলার ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে উত্তর কোরিয়ার হ্যাকাররা।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে জনপ্রিয় অনলাইন গেমিং কোম্পানি অ্যাক্সিইনফিনিটির খেলোয়াড়দের অ্যাকাউন্টে হামলা চালায় উত্তর কোরিয়ার হ্যাকাররা। এতে বিপুল অর্থ হাতিয়ে নেয় তারা।

এদিকে এএফপি এক প্রতিবেদনে দাবি করেছে, ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে এত বড় হ্যাকিংয়ের ঘটনা এটাই প্রথম। এ কারণে ইতোমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিপ্টোকারেন্সির নিরাপত্তা নিয়ে।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার সাইবার-প্রোগ্রামটি ৯০এর দশকের মাঝামাঝি থেকে শুরু হয় বলে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক প্রতিবেদনে উল্লেখ করা হয়। গত শতাব্দীর নব্বইয়ের দশকে যাত্রা শুরু করলেও ধীরে ধীরে এটি একটি শক্তিশালী সাইবার যুদ্ধ ইউনিটে পরিণত হয়েছে।

আগামীর মুদ্রা হিসেবে অনেকেই ক্রিপ্টোকারেন্সিকে মনে করেন। তবে এর স্থিতিশীলতা না থাকা ও অনিয়ন্ত্রিত হওয়ায় সেই সম্ভাবনা খুবই সামান্য। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে বিশ্বব্যাপী ৩০ ভাগ বেড়েছে এই ডিজিটাল মুদ্রার পাচার।

ব্লকচেইন ডেটা কোম্পানি চেইনালাইসিসের প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধীরা ২০২১ সালে ক্রিপ্টোকারেন্সিতে পাচার করেছে ৮.৬ বিলিয়ন ডলার, যা ২০২০ সালের তুলনায় ৩০ শতাংশ বেশি। কোম্পানিটি আরও জানিয়েছে, ক্রিপ্টোকারেন্সি পাচারে অপরাধীদের ব্যবহৃত সেবা প্রতিষ্ঠানের ওপর অভিযান চালিয়ে পুলিশ বিষয়টি নিয়ন্ত্রণে আনতে পারে।

SHARE THIS ARTICLE