আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ কোভিড সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে গত শনিবার ডাবলিন শহর ও কাউন্টিকে কোভিড নিয়ন্ত্রণের ২য় ধাপ থেকে ৩য় ধাপে উন্নীত করা হয়েছে। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিহল মার্টিন নতুন নিষেধাজ্ঞাগুলি নিশ্চিত করেছেন, যা গত রোববার সকাল থেকে থেকে কার্যকর হয়েছে, এবং এই নূতন নিয়ন্ত্রন আগামী ৩ সপ্তাহ চলবে বলে জানানো হয়েছে।
সরকারী নিয়ন্ত্রন সমূহ নিম্নে প্রদান করা হলোঃ
১। ভ্রমণঃ ডাবলিনে যারা বসবাস করেন তাদেরকে ডাবলিনের অভ্যন্তরে থাকার পরামর্শ প্রদান করা হয়েছে। শুধুমাত্র যাদের ডাবলিনের বাহিরে যাওয়া অপরিহার্য্য যেমন অত্যাবশ্যক কাজ, শিক্ষা এবং অন্যান্য অপরিহার্য্য কারণ আছে তারা ছাড়া অন্যান্য সকলকে ডাবলিন কাউন্টির বাহিরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। ডাবলিনের বাহিরে বসবাসকারীদের বেলায় অপরিহার্য্য না হলে ডাবলিনে না আসার পরমর্শ প্রদান করা হয়েছে। উড়োজাহাজে ভ্রমণ অপরিহার্য্য না হলে ডাবলিনবাসীদের বিমানবন্দর ব্যাবহার করে বিমানে ভ্রমন পরিহার করার পরামর্শ দেয়া হয়েছে।�কিভাবে এই বিধিনিষেধ প্রয়োগ করা হবে এই প্রশ্নের উত্তরে মিহল মার্টিন বলেন, “সর্বত্র পুলিশ উপস্থিতি বাড়ানো হবে এবং পুলিশকে আগের মতই সিদ্ধান্ত নেবার ক্ষমতা দেয়া হয়েছে। তারা তাদের বিচক্ষণতা ও দায়িত্বশীলতা প্রদর্শন করবে।”
২। সামাজিক কার্য্যক্রমঃ নিজস্ব বসতবাড়ি ও বাগানে শুধুমাত্র একটি পরিবারকে আসার অনুমতি দেয়া হয়েছে এবং সেক্ষেত্রেও সর্বোচ্চ ছয়জন একত্রিত হতে পারবেন।
৩। আভ্যন্তরীণ জমায়েতঃ আভ্যন্তরীণ কোন সমাবেশের অনুমতি থাকল না ; এই বিধিনিষেধ সিনেমা ও থিয়েটারগুলির বেলায়ও প্রযোজ্য।
৪। বহিরাঙ্গনে জমায়েতঃ আউটডোর জমায়েত (যেমন ক্রীড়া প্রশিক্ষণ) ১৫ জনের মধ্যে সীমিত রাখা অপরিহার্য্য।
৫। পাবলিক পার্কে সাক্ষাৎঃ ঘরের মধ্যে কিংবা বাগানে কেবলমাত্র অন্য একটি পরিবারের সাথে দেখা করা যাবে কিন্তু তাও ৬ জনের বেশী না হওয়া বাঞ্ছনীয়।
৬। বাহিরে খাওয়া দাওয়াঃ বাহিরে যেরকম আহার করা চলে তা করতে পারবেন তবে, আগামী ৩ সপ্তাহ ডাবলিনে কোন রেস্টুরেন্ট কিংবা পাবের ভিতরে বসে খাওয়া দাওয়া করা যাবে না। টেকওয়ে ও ডেলিভারির জন্য রেস্টুরেন্ট খোলা রাখা যাবে তবে তারা বাহিরে শুধুমাত্র ১৫ জনের বেশী গ্রাহককে খাবার সরবরাহ করা থেকে বিরত থাকবে।
৭। পাবঃ আগামী ৩ সপ্তাহ পর্য্যন্ত কোন পাব খোলা রাখা যাবেনা।
৮। সুপারমার্কেট এবং অন্যান্য খুচরা আউটলেটঃ সুরক্ষা ব্যাবস্থা সহ উন্মুক্ত থাকবে।
৯। হোটেল / বি এন্ড বি সমূহ খোলা থাকবে তবে সেখানে শুধুমাত্র আবাসিক অতিথিদের পরিসেবা দেয়া যাবে, অনাবাসীদের নয়।
১০। খেলাধুলা প্রশিক্ষণ কেবলমাত্র বাইরে এবং ১৫ জনের বেশী নয় এমন হতে পারে তবে গৃহাভ্যন্তরে ব্যাক্তিগত প্রশিক্ষণ দেয়া যাবে কিন্তু কোন ক্লাস চলবেনা, এমনকি জিমগুলিতে কোনও গ্রুপ ক্রিয়াকলাপ অনুমোদিত নয়। কোন ম্যাচ চলবেনা। তবে অভিজাত ক্রীড়াগুলির জন্য ছাড় থাকবে (পেশাদার ক্রীড়া ব্যক্তি, আন্তঃ কাউন্টি জিএএ, আভ্যন্তরীণ ঘোড়দৌড় ইত্যাদি)
১১। বিবাহঃ সোমবার থেকে বিবাহ অনুষ্ঠানে ২৫ জনের উর্ধে অতিথি সমাগম করা যাবেনা ।
১২। ধর্মীয় কার্যক্রমঃ সমস্ত আভ্যন্তরীণ ধর্মীয় সমাবেশ বাতিল করা হলো, কমিউনিয়ন ও কনফার্মেশন অনুষ্ঠানাদি বাতিল থাকবে। অনলাইনে ধর্মীয় কার্য্যক্রম চলবে। শুধুমাত্র জানাজা ২৫ জনের মধ্যে সীমিত রাখা আবশ্যক। উপাসনার স্থানগুলি ব্যক্তিগত প্রার্থনার জন্য উন্মুক্ত থাকে।
১৩। শিক্ষাঃ স্কুল এবং শিশু যত্ন পরিষেবাগুলি সুরক্ষামূলক ব্যবস্থা সহ উন্মুক্ত থাকবে। তৃতীয় স্তরের শিক্ষা যতটুকু সম্ভব অনলাইনে চলবে।
১৪। নার্সিং হোমঃ দীর্ঘমেয়াদী আবাসিক নার্সিং হোম পরিদর্শন স্থগিত করা হলো শুধুমাত্র জরুরী গুরুতর অসুস্থ ব্যাতীত।
১৫। ৭০ এর বেশী বয়স্ক এবং অসুস্থদের জন্য পরামর্শ হ’ল যথাসম্ভব বাড়িতে থাকুন এবং আপনার সামাজিক যোগাযোগ সীমাবদ্ধ করুন।
১৬। যোগাযোগঃ অপরিহার্য্য না হলে পাবলিক ট্রান্সপোর্ট পরিহার করুন। সম্ভব হলে হেঁটে কিংবা সাইকেলে চলাচল করুন।
১৭। কর্মক্ষেত্রঃ যতটা সম্ভব বাড়ি থেকে কাজ করুন।