
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত পর্যটন শিল্পকে চাঙা করতে চলতি বছরে দুই ধরনের ভিসা চালুর ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। এর একটি হচ্ছে `K-culture’ এবং অপরটি হচ্ছে `workcation’। একই সঙ্গে ২০২৩ ও ২০২৪ সালকে ‘Visit Korea Years’ হিসেবে ঘোষণা করেছে কোরিয়া সরকার।
কে-কালচার (K-culture) ভিসা মূলত ওই ধরনের বিদেশি নাগরিকদের জন্য যারা কে-পপ এবং কোরিয়ান সংস্কৃতির প্রতি আগ্রহী। তারা নির্দিষ্ট সময় দক্ষিণ কোরিয়ায় অবস্থান করে কোরিয়ান সংস্কৃতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন এবং প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। ২০২৩ সালের প্রথমার্ধে এই ভিসা চালুর ঘোষণা দিয়েছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়।

এছাড়া ওয়ার্কেশন ভিসা হলো ভ্রমণ এবং কাজ দুটিই একসঙ্গে করা। বিদেশি নাগরিকরা তাদের নিজ দেশের প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় দক্ষিণ কোরিয়া ভ্রমণ করবেন এবং ভ্রমণরত অবস্থায় রিমোটলি তার কাজও চলবে। এটি চলতি বছরের দ্বিতীয়ার্ধে চালু করা হবে।