
আইরিশ বাংলাপোস্ট ডেস্কঃ গতকাল শুক্রবার যুক্তরাজ্যের উইন্ডসোর ক্যাসেলে যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাকিংহাম প্যালেস থেকে এক ঘোষণায় জানানো হয়, “অত্যন্ত দুঃখের সঙ্গে মহামান্য রানি তার প্রিয়তম স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুর খবর ঘোষণা করছেন। তিনি আজ সকালে উইন্ডসর ক্যাসেলে শান্তির সঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।”
অসুস্থ বোধ করায় গত ১৬ ফেব্রুয়ারি ৯৯ বছরের প্রিন্স ফিলিপকে কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন বলা হয়েছিল, তিনি কোভিড-১৯ এ আক্রান্ত নন। হৃদযন্ত্র পরীক্ষার জন্য পরে তাকে আরেকটি হাসপাতালে সাত দিন রাখা হয়। সেখানে সফলভাবে তার হৃদযন্ত্রের পরীক্ষা ও চিকিৎসা হয় বলে জানিয়েছিল বিবিসি। দীর্ঘ প্রায় এক মাস চিকিৎসার পর গত মাসের মাঝামাঝি সময়ে হাসপাতাল ত্যাগ করেন প্রিন্স ফিলিপ। ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যু সংবাদে রানী এবং সমগ্র রাজপরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সারা বিশ্ব থেকে শ্রদ্ধাঞ্জলি এবং শোকবার্তা অব্যাহত আছে।
১৯৪৭ সালে প্রিন্সেস দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তার বিয়ে হয়। তার প্রায় পাঁচ বছর পর রানি হন এলিজাবেথ। এ দম্পতির চারটি সন্তান রয়েছে। ৭৩ বছর থেকে রাণীর শক্তি ও প্রেরণার উৎস হয়ে থাকা প্রিন্স ফিলিপের সম্মানে ওয়েস্ট মিনিস্টার এবেতে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয় এবং টেনর বেলটিকে ৯৯ বার বাজানো হয়। প্রিন্স ফিলিপ, ব্রিটেনের রানীর ইতিহাসের দীর্ঘতম সাথী হয়ে থাকার রেকর্ড গড়েছেন। আরও দুমাস পর তার ১০০ তম জন্মবার্শিকী ছিল।
মহামারীর কারণে দেশে বিধিনিষেধের মধ্যে প্রিন্স ফিলিপের অন্তেষ্টিক্রিয়ার পরিকল্পনার ব্যাপারে বাকিংহাম প্যালেস এবং ১০নম্বর ডাউনিং স্ট্রীটের মধ্যে আলোচনা চলছে। মনে করা হচ্ছে কোভিডের কারণে প্রিন্স ফিলিপের অন্তেষ্টিক্র্যার রাজকীয় অনুষ্ঠানাদি অনেকখানি সংকুচিত হবে।
শনিবার ডিউকের মৃত্যুকে সম্মান জানাতে গান সেলিউট প্রদান করা হবে। উলউইচ ব্যারাকে, প্রথম বিশ্বযুদ্ধে ব্যাবহৃত ছয়টি ১৩-পাউন্ডার ফিল্ড বন্দুক থেকে; প্রিন্স ফিলিপ ও রানীর বিবাহের সময় ৩৬টি ঘোড়ায় টানা গাড়ি থেকে একই রকম গুলি চালানো হয়েছিলো। একই সাথে লন্ডন টাওয়ার, বেলফাস্টের হিলসবারো ক্যাসেল, এডিনবরা ক্যাসেল এবং কার্ডিফ ক্যাসল থেকে এই গান সেলিউট প্রদান করা হবে। এছাড়া জিব্রাল্টার এবং রয়্যাল নেভির যুদ্ধজাহাজ থেকেও সালাম জানানো হবে। এই গান সেলিউট প্যারেড গ্রাউন্ড থেকে করা হলেও তা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবেনা তবে তা জনসাধারণের জন্য টেলিভিশনে প্রচার করা হবে।
প্রধানমন্ত্রী বরিস জনসন ইতিমধ্যে ১০ নম্বর ডাউনিং স্ট্রীটের বাইরে একটি মঞ্চে রানির প্রতি ডিউকের “অবিচল সমর্থন” প্রশংসা করে বলেন যে, “ফিলিপ রাজপরিবার ও রাজতন্ত্র পরিচালিত করতে সহায়তা করেছিলেন যাতে এটি আমাদের জাতীয় জীবনের ভারসাম্য এবং সুখের জন্য অনিন্দ্যরূপে গুরুত্বপূর্ণ একটি সংস্থা হয়ে দাঁড়িয়েছে” ”। শ্রমিক দলের নেতা, স্যার কায়ার স্টারমার বলেছেন, যুক্তরাজ্য “অসাধারণ সরকারী কর্মচারীকে হারিয়েছে”। প্রাক্তন প্রধানমন্ত্রী স্যার জন মেজর বলেছেন, ফিলিপ ৭০ বছরেরও বেশি সময় ধরে ছিলেন, আমাদের রাষ্ট্রের জাহাজের টুটি।।