তোমায় দেখি

তোমায় দেখি
মৌসুমি আক্তার

তোমায় দেখি তারার মাঝে তোমায় দেখি নীল আকাশে
তোমায় দেখি জোছনা রাতে।
তোমায় দেখি শিশির ভেজা র্ঘাসে তোমায় দেখি ফুলের বনে
তোমায় দেখি সকল সুরে
তোমায় দেখি মাতাল হাওয়ায় তোমায় দেখি বৃষ্টি ভেজায়
তোমায় দেখি ঝড়ের মুখে
তোমায় দেখি ভোরের আলোয় তোমায দেখি সন্ধ্যা কালোয়
তোমায দেখি সকল আশায়
তোমায় দেখি ঢেউয়ের মাঝে তোমায় দেখি বকের ঝাঁকে
তোমায় দেখি ভাটিরটানে
তোমায় দেখি আমার কাজলে তোমায় দেখি আমার ক্রন্দনে
তোমায় দেখি আছ পাশে সর্বক্ষণে
তোমায় দেখি সুখের জোয়ারে তোমায় দেখি দুঃখের ভাটাতে
তোমায় দেখি সুখের মিলনে
তোমায় দেখি আমার ব্যর্থতায় তোমায দেখি আমার সফলতায়
তোমায় দেখি আমার ছায়ায়

SHARE THIS ARTICLE