করোনায় আয়ারল্যান্ডের ডাবলিনের মেটার হাসপাতালে কর্মরত পাকিস্তানী চিকিৎসক ডাঃওয়াকার আলীর মৃত্যু

এ,কে,আজাদ- আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গতকাল আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের মেটার হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ ওয়াকার আলী শাহ ইন্তেকাল করেন। ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। মৃত্যুকালে জনাব আলীর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি তিন মাস ধরে কোভিড-১৯ ভাইরাসের সাথে যুদ্ধ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সকালে এক বিবৃতিতে হাসপাতাল জানিয়েছে, সহকর্মীদের যত্ন ও ঐকান্তিক প্রচেষ্টায় তিন মাস আইসিইউতে কাটানোর পরে ডাঃ ওয়াকার আলী শাহ মারা গেছেন। ডাঃ শাহ একজন ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবা কর্মী, যিনি মহামারীর সময় লোকাম হিসাবে বেশ কয়েকটি হাসপাতালে কোভিড -১৯ রোগীদের নিঃস্বার্থ জরুরি সেবা প্রদান করেছিলেন। এপ্রিল মাসে তিনি মেটারে কাজ করতে আসেন এবং অসুস্থতা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যাবস্থা করা হয়। মেটার হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, “গভীর দুঃখের” সাথে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছে এবং অত্যন্ত দুঃখের সময়ে ডাঃ আলীর স্ত্রী, পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর গভীর সমবেদনা জানিয়েছে। ডাঃ ওয়াকার শাহের মৃত্যুতে আয়ারল্যান্ডে কোভিড -১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা স্বাস্থ্যকর্মীর কর্মীর সংখ্যা আট জনে এসে দাঁড়িয়েছে। ডাঃ আলী ডাবলিনের Tyrrelstown এ ৩ পুত্র,দুই কন্যা ও স্ত্রী সহ বসবাস করে আসছেন। মরহুমের বড় কন্যা এই বছর জুন মাসে ডাক্তারী পাশ করেন। পাকিস্তান বংশভুত মুসলিম এই ডাক্তারের মৃত্যুতে আইরিশ কমিউনিটি সহ পাকিস্তানী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

SHARE THIS ARTICLE