অগ্নীশ্বর

অগ্নীশ্বর
ডাঃ জিন্নুরাইন জায়গীরদার

চারিদিকে বহে শ্রাবণ-প্লাবন-বন্যা
মহামারী আজ গ্রাসিছে স্বদেশ, বহে সংক্রমনের ঝর্না
মৃত্যু মিছিল মাঠে-ঘাটে-হাটে, দুর্দশা অপর্না
অব্যাবস্থাপনায় জাতি আজ, শূন্য আঁধারে ধন্যা
চিকিতসাবিহীন দুখের শিবিরে, মানুষ হয়েছে পণ্যা
নেতৃত্বহীনতায়, জাতি আজ এক আগ্নিবীণার কন্যা
এই মুহূর্তে যারা হয়ে উঠে অপশিবিরে অনন্যা
ধরনীরে করে বরণীয়া, পাকে বসে আকে, ধ্বংস যজ্ঞের বর্ণা।

জাহান্নামের আগুনে বসিয়া যারা হাসে পুষ্পের হাসি
মৃত্যু মিছিলে, হয়ে মুনাফা আশার দাসী
বাজায় অর্থলোলুপ বাশী
মহামারীকে পণ্য ধারিয়া, সাজায় অর্থ বিত্ত রাশি
আমি তাদের বক্ষে একে দিয়ে যাই উন্মাদনার উল্কা অবিনাশী
তাদের জন্য বেদনায় মনে জলে উঠে বিদ্রোহ সর্বনাশী
ওদের জন্য লিখা থাকে, আমার কালীতে ধ্বংস সর্বগ্রাসী
আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি অগ্নীশ্বর অভিলাষী!!

SHARE THIS ARTICLE