অপেক্ষার প্রহর

অপেক্ষার প্রহর

এ,কে,আজাদ

বুক ভরা সীমাহীন স্বপ্ন নিয়ে
অপেক্ষার প্রহর হয়নাকো শেষ,
আর কতো আশা দিয়ে হতাশায় ডুবিয়ে
ধরবে ফেরেস্তার ভেস?

ও হে অন্তরযামী, মুক্তি চাই আমি
সৎ পথে কেন এতো বাধা?
আর কতো পরীক্ষা নিবে? কত আর কাঁদাবে
মাখাবে হৃদয়ে কলংকের কাদা?

মানুষ গুলো আজ বড্ড পাষাণ
তুমিই তো করেছো পাষাণ হৃদয় সৃষ্টি,
কারো চোখে আনন্দের তারা জ্বলে
কারো চোখে দুঃখের বৃষ্টি।

বড়ই হতাশা গ্রস্থ এই মন
পূর্ণিমার আলোতে হারাই চাঁদের দেখা,
দিনের আলোয় সূর্য হারিয়ে
নিজেকে লাগে বড্ড একা।

স্বপ্নের প্রদ্বীপ আজ নিভুনিভু করে
ভেঙ্গে যায় ধৈর্যের বাঁধ,
বাস্তবতার কাছে হেরে যাই বারবার
পাইনা খুযে বাচার নতুন ফাঁদ।

দুঃখ নদীর কূল খুঁজে না পাই
দেখিনা এ পার, দেখিনা ওপার,
কোটি মানুষের ভীরে আমি
করছি শুধু হাহাকার।

নিজের স্বার্থে অর্থ লোভে
বিবেক রয়েছে ঘুমে,
মুখে মিথ্যে হাসি এঁকে,
আপন জনের নিষ্ঠুরতা উপভোগ করি চুমে।

আর কত অপেক্ষার প্রহর
গুনতে হবে হে প্রভু,
আর পারছিনা সইতে, দূঃখের বোঝা বইতে
এ হতাশার জীবন চাইনিতো কভু।

SHARE THIS ARTICLE