অভিমানী অশ্রু

অভিমানী অশ্রু

সৈয়দা সুলতানা রুমা

অভিমাানী অশ্রু বারি
হৃদয় নীলিমায়,
মন আকাশে মেঘ কালোরা
উড়ছে ঝড় হাওয়ায়।

সুদূর পানে রঙধনুটার
পাইনা আমি দেখা,
স্বপ্ন মাখা দুঃখের সারি
হৃদয় পটে আঁকা।

উল্লাসের সুর গুলো আজ
ভাগছে হৃদয় হতে,
ইচ্ছে গুলো থমকে দাঁড়ায়
আলো-আঁধার পথে।

দেয় না দোলা ফুলেরা মোর
সুখের কাননে,
কান্নার ঢেউ ভেসে বেড়ায়
হৃদয় গহীনে।

বিহঙ্গ আজ বন্দী খাঁচায়
তোলে করুণ সুর,
কোন সে কারণ জানপাখি
আজ আছে অনেক দুর।

তবুও যে হারতে মানা
আলোর পথ হোক যে চেনা,
মন যে আমার স্বপ্ন পোষে সুদূরপ্রসারী,
সুখ তরীতে ভাসবে হৃদয়
ইচ্ছে ঘুড়ি সব আমারি।

SHARE THIS ARTICLE