আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের নির্বাচন প্রাক্কালে আয়ারল্যান্ডের ডাবলিনে,ডাবলিন কমিউনিটি গঠনের লক্ষ্যে বেশ কয়েক দফা বৈঠক হয়। এতে ডাবলিনে বসবাসরত কমিউনিটির সামনে থাকা অনেক ব্যাক্তিবর্গ অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের নির্বাচনের কারনে উপস্থিত থাকতে পারেননি। ডাবলিনে বসবাসরত কমিউনিটির ব্যাক্তি বর্গের অনেকের মতামত ছিল আবাইয়ের নির্বাচনের পরে সবাই একসাথে বসে সিদ্ধান্ত নিবেন যে কোন প্রক্রিয়ায় ডাবলিন কমিটি গঠন করা যায়?
গত ১১ সেপ্টেম্বর অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের নির্বাচন সম্পন্ন হয়। আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা পেয়ে যায় একটি নির্বাচিত কমিটি। ইতিমধ্যে ডাবলিন কমিটি গঠনের উদ্যোগক্তারা গত ২০ সেপ্টেম্বর সকলকে বসার আহবান করেন । গত ১৯ সেপ্টেম্বর সবাইকে জানিয়ে দেয়া হয় ভেন্যু নির্ধারনের জটিলতার কারণবসত ২০ সেপ্টেম্বরের বৈঠক বাতিল করা হয়।
গত দুদিন আগে আবারো ফেজবুকের মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়া হয় আগামী ২৭ সেপ্টেম্বর ডাবলিন ১৫ তে নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভার আয়োজন করা হয়। ইতিমধ্যে নতুন কমিটির সিলেকশনকৃত প্রেসিডেন্টে ও সাধারন সম্পাদকের নাম সোস্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ায় ডাবলিনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। উল্লেখ্য ডাবলিন কমিউনিটির প্রেসিডেন্টে হিসাবে নাম আসে জনাব মোঃ মোস্তফা ও সাধারন সম্পাদকের নাম আসে জনাব শাহাদাত হোসেনের।
পাতানো সিলেকশনকৃত কমিটি না করার লক্ষ্যে ডাবলিনের কমিউনিটির ব্যাক্তিবর্গ গতকাল রবিবার ডাবলিনের ক্লোনডাল্কিনে আল খিদমা মসজিদে এক জরুরী বৈঠকের আয়োজন করেন। এতে ডাবলিনের বিভিন্ন জায়গা থেকে আগত বিপুল সংখ্যক বাংলাদেশী অংশ গ্রহন করেন।
জনাব হারুন ইমরানের পবিত্র কোরান তি্লোয়াত, জনাব জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে, জনাব সাইদুজ্জামান তুহিনের উপস্থাপনায় সভার কার্যক্রম শুরু হয়। জনাব হামিদুল নাসির উক্ত বৈঠকের কারণ ও গুরুত্ব সকলের কাছে উপস্থাপন করেন। সভায় বক্তব্য রাখেন জনাব জাকারিয়া প্রধান, জনাব ডঃ নাসিম মাহমুদ, জনাব আইয়ুব আলী, জনাব হাজী ভাই, জনাব রফিকুল ইসলাম, জনাব জালাল আহমেদ,
জনাব আবদুক খালেক, জনাব মাহবুব, জনাব জসিম উদ্দিন, জনাব শাহাদত তপু, জনাব হাসান,জনাব মোঃ ইউসুফ, জনাব মাইদুল ইসলাম সবুজ, জনাব হুমায়ুন কবির অপু,
জনাব চুন্নু মাতাব্বর আগামী ২৭ তারিখে বিএসএ আই এর খেলার দিন খেলার দিন ডাবলিন কমিটি গঠনের উদ্যোক্তাদের কঠোর সমালচনা করেন। সভায় বক্তারা সকলেই নির্বাচনের পক্ষে তাদের মতামত ব্যাক্ত করেন।
সবার সর্বশেষ বক্তব্য দেন অল বাংলাদেশী এসোসিয়েশনের প্রেসিডেন্ট সর্বজনাব ডাঃ জিন্নুরাইন জায়গীরদার। তিনি বলেন, আমাদের সকলের মধ্যে ঐক্য চাই এবং আমাদের সকলের ইগো ছেড়ে দিতে হবে।
তিনি আরো বলেন যারা ২৭ সেপ্টেম্বর সভা ডেকেছেন, অনুগ্রহ করে আপনারা আপনাদের ইগো পরিত্যাগ করুন এবং সভার তারিখ পরিবর্তন করুন। আমরা সবাই এক সাথে বসি, সকলের মতামতের ভিত্তিতে ডাবলিন কমিটি গঠন করুন। আমাদের সমাজটাকে ঐক্যবদ্ধ রাখুন। তিনি উপস্থিত সকলকে ধৈর্য ধরে বক্তব্য শুনার জন্য ধন্যবাদ জানান।
সভার সভাপতি জনাব জহিরুল ইসলাম সকলকে ধন্যবাদ জানান, আইরিশ বাংলা টাইমস অনুষ্ঠানটি লাইভ প্রচারের জন্য জনাব আবদুর রহিম ও মশিউর রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।