আজ থেকে ৩ দিন রাজপথে থাকবে শুধু রিকশার রাজত্ব

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্ক: করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে দেশে আজ সোমবার থেকে সীমিত পরিসরে শুরু হচ্ছে ৩ দিনের লকডাউন। এ সময় রিকশা ব্যতীত সব গণপরিবহণ বন্ধ থাকবে।

রোববার(২৭ জুন) বিকেলে ৩ দিনের বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়-

১। দেশের সকল পণ্যবাহী যান ও রিকশা ছাড়া সকল ধরণের গণপরিবহন বন্ধ থাকবে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী টহলের মাধ্যমে নিশ্চিত করবে।

২। সকল বিপণীবিতান, দোকানপাট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও সব ধরণের বিনোদন কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

৩। সকাল ৮টা থেকে রাত ৮টা নাগাদ খোলা থাকবে সকল খাবারের দোকান ও হোটেল-রেস্তোরা। এসব হোটেল-রেস্তঁরা শুধুমাত্র খাবার বিক্রয় করতে পারবে। হোটেল রেস্তঁরায় বসে কেউ খেতে পারবেন না।

৪। উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার জন্য সকল সরকারি-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় লোকজন আনা-নেওয়া করবে।

SHARE THIS ARTICLE