
আইরিশ বাংলা পোস্ট ডেস্কঃ রাশিয়ার সংবাদ সংস্থা তাসের বরাতে জানা গেছে যে, বন্ধু রাষ্ট্রের দাবিতে শেষ মুহূর্তে আজ ১১ই সেপ্টেম্বরের পূর্বপরিকল্পিত আফগান সরকারের অভিষেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
আফগান সরকারের সাংস্কৃতিক কমিশনের সদস্য ইনামুল্লাহ সামানগানি, এক টুইটার বার্তায় জানিয়েছেন যে, কেউ যেন বিভ্রান্তিতে না ভুগেন তাই ১১ই সেপ্টেম্বরের পূর্ব পরিকল্পিত অনুষ্ঠান কয়েকদিন পূর্বেই বাতিল করা হয়েছে। ইতিমধ্যে অন্তর্বর্তিকালীন মন্ত্রীসভার আংশিক ঘোষণা এসেছে এবং পূর্নাংগ মন্ত্রীসভা গঠনের কাজ চলছে।”
অসমর্থিত সূত্রে জানা গেছে যে, আফগানিস্তান তাদের যে ৬ জন বন্ধু প্রতিম দেশকে আমন্ত্রণ করেছিলো তাদের মধ্যে রাশিয়া ইতিমধ্যে কাতারের মাধ্যমে তালেনবানকে জানিয়েছিল যে, ১১ই সেপ্টেবর তারিখে অভিষেক করা হলে তারা এই অনুষ্ঠানে যোগদান করবেনা। আরও জানা গেছে যে, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো এই তারিখে অভিষেক না করার জন্য কাতারের মাধ্যমে তালেবান নেতৃত্বের উপর চাপ প্রয়োগের ফলে তালেবান নেতৃত্ব এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা বলেছে যে, এই তারিখে অনুষ্ঠান করা হলে মৈত্রীর সম্ভাবনা তিরোহিত হবে এবং বিশ্বজুড়ে আফগান সরকারের স্বীকৃতির সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে। আফগান মিত্ররা বৈশ্বিক স্বীকৃতির লক্ষ্যে কাজ করছেন।
ইতোমধ্যে তালেবান পক্ষ থেকে ৩৩ সদস্যের মন্ত্রীসভার নাম ঘোষণা করা হয়ে গেছে এবং যদিও তালেবান পক্ষ থেকে বলা হয়েছিলো যে সরকারে সকল পক্ষকে অন্তর্ভুক্ত করা হবে কিন্তু এই মন্ত্রীসভায় কোন নারী সদস্য অন্তর্ভুক্ত না করায় অনেকেই নাখোশ হয়েছেন।