আমাদের লকডাউন
এ,কে,আজাদ ০৩/০৪/২০ইং
ত্রাসে ত্রাসে ভরে গেছে
পন্ড দুনিয়ার সাজ,
করোনা ত্রাসে কাপছে দুনিয়া
কাপছে না সোনার বাংলা আজ।
চীন, আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন
ব্রিটিশ কিংবা রাশিয়া হলো বিধ্বস্ত,
লাগছেনা কাজে পারমানুবিক বোমা
পন্ড নাশার হস্ত।
কত কতক মানুষ নাস্তিক থেকে
আস্তিক হয়ে ভাবছে স্রষ্টার খেলা,
আমার দেশের নেতারা আজ খেলছে
দাতা হাতেমতাই এর খেলা।
চাল চুরি আর তেল চুরিতে
নেইকো কোন লাজ,
ফটো সেশনে ব্যাস্ত তারা
দেখায় করছে কৃষকের কাজ।
গোটা বিশ্ব যখন লকডাউনে
করোনা ভয়ে ভীত,
আমরা করোনার চেয়ে শক্তিশালী
নেতারা এই বলে গর্বিত।
জনসেবা যদি হয় ব্রত
তবে মিডিয়ায় কেন আসে?
লক্ষ প্রাণে ধিক্কার জানায়
তবুও নেতারা হাসে।
বীরের জাতি ধৈর্য ধরেনা
মনটা থাকেনা ঘরে,
কেমন করে লক ডাউন হলো
দেখবে জগৎ ঘুরে।
হে আল্লাহ তুমি রহম করো
নির্বোধ সোনার জাতিরে আজ,
মৃত্যুর মুখে থেকেও বুঝেনা
কোনটা উচিৎ কাজ?