আয়ারল্যান্ডের বসবাসকারীদের জন্য বিশেষ কোভিড ট্রেকার এপ্লিকেশন।সকলকে ডাউনলোডের অনুরোধ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ৮ই জুলাই ২০২০: আয়ারল্যান্ডের জনসাধারনের সেবা প্রদানের লক্ষ্যে একটি কোভিড ট্র্যাকার অ্যাপ্লিকেশন আজ চালু করা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী স্টিফেন ডোনেলি ভাইরাসটির বিরুদ্ধে চলমান লড়াইয়ে আইরিশ জনগণকে এটি ডাউনলোড করার জন্য অনুরোধ জানিয়েছেন।

অ্যাপ্লিকেশনটি ইতিমধ্যে প্রচলিত টেস্টিং এবং ট্রেসিং সিস্টেমের অতিরিক্ত ব্যবস্থা হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে চালু করা হলো। এব্যাপারে স্বাস্থ্য বিভাগের (HSE) চীফ এক্সিকিউটিভ অফিসার পল রিড অ্যাপটিকে কোভিড-১৯ মোকাবেলায় একটি “গুরুত্বপূর্ণ অংশ” হিসাবে বর্ণনা করেছেন, তবে এটা কোন “ম্যাজিক বুলেট” নয় যে জনস্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং দিকনির্দেশাকে প্রতিস্থাপন করবে।

অ্যাপ্লিকেশনটি ব্লু টুথ প্রযুক্তিতে কাজ করবে এবং ব্যবহারকারীরা যদি এটি ডাউনলোড করেন তবে তারা যদি কোনভাবে কোভিড-১৯ শনাক্তকৃত কোন ব্যাক্তির সংস্পর্শে আসেন যার নিকট এই এপ্লিকেশন আছে তাহলে দ্রুত সংস্পর্শে আসা ব্যাক্তিবে এই এপ জানিয়ে দেবে। তবে কারোর পরিচয় অন্যদের নিকট কোনভাবেই প্রকাশিত হবেনা। এই এপ্লিকেশন ব্যাবহারকারী শনাক্ত হয়েছেন কি না তা জানাবে না। তবে যদি ব্যাবহারকারী কোভিড-১৯ শনাক্ত হয়ে পড়েন এবং তিনি যদি অনুমতি দেন শুধু তাহলেই এই এপ্লিকেশন তার সংপর্শে আসা ব্যাক্তিকে এই ব্যাপারে সতর্ক করে দিতে সক্ষম হবে, যাতে করে সংস্পর্শে আসা ব্যাক্তি পরীক্ষা করিয়ে নিত্যে পারেন। এপ্লিকেশনটি ব্যাবহারকারীর নিজস্ব লক্ষণগুলি যোগ করে ট্র্যাক করতে সক্ষম হবে, একই সাথে তাদের করণীয় সম্পর্কে উপদেশ দিতে সক্ষম হবে।

এই এপ্লিকেশনটি সংগৃহীত তথ্যগুলি যোগাযোগে ও সন্ধান ব্যাবস্থাকে আরও দ্রুত তৈরি করবে, পূর্বে অবহিত নন এমন সম্ভাব্য ঘনিষ্ঠ পরিচিতিগুলি সনাক্ত করতে, মানচিত্র তৈরিতে ও ভাইরাসটির বিস্তার সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে সহায়তা করবে।

অ্যাপ্লিকেশন তৈরির প্রক্রিয়ায় সরকারী স্বাস্থ্য বিভাগ (HSE), চীফ ইনফরমেশন কর্মকর্তা, আন গার্ডা শেকোনা, আইরিশ বেসরকারী খাতের প্রযুক্তিগত অংশীদার এবং বিজ্ঞান ফাউন্ডেশনের বৈজ্ঞানিক অংশীদারদের সমন্বয়ে করা হয়েছে। অ্যাপটি “অতীব গোপনীয়তার” শক্তি দিয়ে তৈরি করা হয়েছে এবং লোকজনের ডাটা সুরক্ষিত হবে তা নিশ্চিত করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রী নিশ্চিত করেছেন।অ্যাপ্লিকেশনটি আয়ারল্যান্ড দ্বীপ এবং বিদেশ থেকে আয়ারল্যান্ডে ভ্রমণকারীরা দেশে থাকাকালীন ব্যবহার করতে উত্সাহিত করা হবে।
পুরানো মডেল ফোনগুলির জন্য অ্যাপটি যথেষ্ট নয়। আইফোন ৬ কিংবা অ্যান্ড্রয়েড ৭ এর নীচে কোনও ফোনে “প্রযুক্তিগত বাধা” থাকার কারণে অ্যাপটি ডাউনলোড করতে সক্ষম হবে না।
এই এপ্লিকেশনটি দ্রুত যতবেশী জনসাধারণ গ্রহণ করেন ততই উত্তম । ইতিমধ্যে দ্রুত ১০ লাখের বেশী মানুষ এটি ডাউনলোড করেছেন। �আপনারা সকলেই নিখরচায় এই এপ্লিকেশন ডাউনলোড করুন এবং কোভিড-১৯ নিয়ন্ত্রণে সহায়তা অব্যাহত রাখুন। �এপ্লিকেশনের লিংক এখানে প্রদান করা হলো ; https://covidtracker.gov.ie/why-use-covid-tracker�https://apps.apple.com/ie/developer/health-service-executive/id808835499

SHARE THIS ARTICLE