
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ১৮০ বছরেরও বেশী দিনের পুরনো আলস্টার ব্যাংক আয়ারল্যান্ড থেকে তাদের কার্য্যক্রম পর্য্যায়ক্রমে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। আলস্টার ব্যাংকের এক ঘোষণায় জানানো হয়েছে যে, আসন্ন বছরগুলিতে পর্যায়ক্রমে প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড থেকে তাদের কার্য্যক্রম “সুশৃঙ্খল এবং পরিকল্পিতভাবে” প্রত্যাহার করে নেয়া হবে।
যুক্তরাজ্যের ন্যাটওয়েস্ট ব্যাংকের মালিকানাধীন এই আলস্টার ব্যাংকের আয়ারল্যান্ড জুড়ে ৮৮ টি শাখা আছে এবং এসকল শাখায় ২৮০০ জন কর্মচারি আছেন, এছাড়াও এই ব্যাংকের সাথে যুক্ত রয়েছেন ১১ লক্ষ গ্রাহক।
কর্তৃপক্ষ জানিয়েছেন, “পুরো প্রক্রিয়া জুড়ে গ্রাহকদের সাথে যোগাযোগ অব্যাহত রাখা হবে এবং ব্যবসায়ের জন্য এই ব্যাংক উন্মুক্ত থাকবে, সমস্ত ব্যবসায়িক চ্যানেলের মাধ্যমে নতুন এবং বিদ্যমান সকল ব্যাবসায়িক কার্য্যক্রম অব্যাহত থাকবে”।
আলস্টার ব্যাংক থেকে আরও জানানো হয়েছে যে, পর্যায়ক্রমে প্রত্যাহারের অংশ হিসাবে, এলিড আইরিশ ব্যাংকের (এআইবি) সাথে বাধ্যতামূলক নয় এরকম ৪০০ কোটি ইউরোর বাণিজ্যিক ঋণের পোর্টফলিও বিক্রয়ের জন্য ব্যাংক সম্মত হয়েছে। তবে, এই ঋণ নিয়ে কাজ করছেন এরকম কর্মচারিরা এআইবিতে স্থানান্তরিত হবেন। ব্যাংক কর্তৃপক্ষ বলেছেন যে, সম্ভাব্য এই বিক্রয় যথাযথ বিবেচনা, আলোচনা, চূড়ান্ত শর্তাদি এবং নিশ্চিত নথিপত্রের উপর নির্ভর করবে।
এদিকে কিছু খুচরা, স্মল এবং মেডিয়াম এন্টারপ্রাইজ (এস এম ই) ঋণ এবং পরিচালনা ক্রয়ের সম্ভাব্য আগ্রহ সম্পর্কে পার্মেনেন্ট টিএসবির সাথে প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে। তবে ব্যাংক এও জানিয়েছে যে, এসকল আলোচনা প্রাথমিক পর্য্যায়ে চলছে এবং এসকল আলোচনায় কোন সম্মতি নাও হতে পারে।
আলস্টার ব্যাংক আজ বলেছে, “আমাদের অগ্রাধিকার হ’ল, যারা আমাদের গ্রাহকদের আইরিশ মার্কেটে পুরো ব্যাংকিং পরিষেবা প্রদান করতে পারে তাদের সাথে আমাদের আলোচনার দিকে মনোনিবেশ করা।”
আলস্টার ব্যাংকের চিফ এক্সিকিউটিভ জেন হাওয়ার্ড বলেছেন, আয়ারল্যান্ড থেকে সরে দাঁড়ানোর নেট ওয়েস্টের সিদ্ধান্তটি “চরম হতাশার”, আজ ব্যাঙ্ক জুড়ে আমাদের সহকর্মীদের জন্য একটি কঠিন ও উদ্বেগজনক সময়। এই সিদ্ধান্ত, গ্রাহকদেরও প্রশ্ন ও উদ্বেগের কারণ হতে পারে। জেন বলেন “আমি স্পষ্ট করে বলতে চাই যে গ্রাহকদের জন্য আজ কোনও পরিবর্তন হবে না, এই পরিবর্তন আসন্ন বছরগুলিতে ঘটবে”।
জেন হেওয়ার্ড আরও জানান “এই ঘোষণার ফলস্বরূপ গ্রাহকদের কোনও পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। আগামি সপ্তাহ এবং মাসগুলিতে গ্রাহকদের সাথে সময়োপযোগী যোগাযোগ করা হবে”।
আলস্টার ব্যাংকের মূল প্রতিষ্ঠান ন্যাটওয়েস্ট আজ প্রকাশ করেছে যে, তারা এ বছর ডিসেম্বর পর্য্যন্ত ট্যাক্স পূর্ব ৩৫ কোটি ১০ লক্ষ পাঊন্ড ক্ষতির সম্মুখীন হয়েছে, ২০১৯ সালে এই ব্যাংক ট্যাক্স পূর্ব লাভ করেছিলো ৪২০ কোটী পাউন্ড।
তথ্যসূত্রঃ আর টি ই, স্কাই নিউজ