এই কি সেবার মনোভাব তোমার?

এই কি সেবার মনোভাব তোমার?

মনের সিঁথিতে আঁকা অজ্ঞানতার বুলি
এনিয়ে জীবন চলেনা,
মনো সুমুখে শুধুই মরুর ধূলি।
ওহে মানব, এ বেলায় জিজ্ঞাসি তোমায় আজ
নিজে কি করেছ, তোমার আপন কাজ?
আজ সোগ্রাসে জিজ্ঞাসে, এ প্রশ্ন তোমায়, ক্ষুব্ধ সমাজ
এ সমাজ তোমায় মুক্তি দিলেও দেবেনা বিবেকের ঝাঁজ
শুধু উপদেশ দিয়ে, বুলির ঝুড়িতে সৃষ্ট, অসুস্থ স্বরাজ।
আমার কাজের পরিবেশ সৃষ্টিতে কি অবদান তোমার?
রোগীরা কাতরায়ে মাগে অক্সিজেন, পথ্য, ভেন্টিলেটর
দিয়েছ কটটুকু চিকিৎসকের হাতিয়ার?
সুমুখ সমরে যাবে , কে দেবে যোগান, ঢাল তলোয়ার
শুধু বুলি আউড়ায়ে, চলে যেতে দেবনা তোমায়
উত্তর দাও… পথে প্রান্তরে তোমাকে জিজ্ঞাসে
জাতি আজ, তুমি কি করেছ সম্পন্ন, দায়িত্ব তোমার?
এই কি সেই, সেবার মনোভাব তোমার?

SHARE THIS ARTICLE