কথার পাহাড়

কথার পাহাড়
ডাঃ জিন্নুরাইন জায়গীরদার

কিছু কথা জমা হয়ে গেছে
হু-হু করে বাড়ছে কথার পাহাড়
না বলা কথা, অন্তরে তুলেছে তোলপাড়
বলবো কি বলবোনা সেই ভেবে বিগত নিদ্রা-আহার।
কথা বলে কি হবে? বাড়বে সংঘাত?
মানবতা বারে বারে বদ্ধ দুয়ারে করছে আঘাত
অন্যায়-অবিচার অনবরত মেলছে পেখম বিরাট
রোগ-জরা-ব্যাধি সভ্যতাকে করছে নির্মম কষাঘাত।
কথা, হতে পারে রাশি রাশি দ্বন্দ্বের জবাব
কথা, এনে দিতে পারে এক নূতন প্রভাত
কথা, এনে দিতে পারে দ্বন্দ্ব নির্ঘাত
মূল কথা বলা হয় নাই, জমছে অন্তরে কথার পাহাড়!!!

SHARE THIS ARTICLE