ইসলামের প্রথম মসজিদ পবিত্র মসজিদুল কুবার পরিধি দশগুণ বাড়ানোর ঘোষণা

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর হাতে তৈরি ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ পবিত্র মসজিদে কুবার পরিধি দশগুণ বাড়ানোর ঘোষণা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। খবর আল আরাবিয়ার।

কাবা মসজিদটি অবস্থিত মদিনা শহরে। এটি ইসলামের ইতিহাসে তৈরিকৃত প্রথম মসজিদ। এটি তৈরি করেছিলেন হজরত মোহাম্মদ (সা.)।

পবিত্র মদিনা শরিফের প্রথম মসজিদ কুবা

বর্তমানে মসজিদটির দৈর্ঘ্য হলো প্রায় ৫ হাজার মিটার। এখন এটির পরিধি বাড়িয়ে ৫০ হাজার মিটার করা হবে। মসজিদটির ইতিহাসে এর আগে এত বড় উন্নয়ন করা হয়নি।

পবিত্র মদিনা শরিফের প্রথম মসজিদ কুবা

আর পরিধি বাড়ানোর কাজ শেষ হলে এ মসজিদে একসঙ্গে ৬৬ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন।

মদিনায় অবস্থিত কাবা মসজিদটি হজরত মোহাম্মদ (সা.)-এর সমাধিস্থল থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে।

ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ ও মহানবীর হাতে তৈরি হওয়ায় এ মসজিদে বিদেশ ও সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর অনেক দর্শনার্থী ও মুসলমান নামাজ আদায় করতে আসেন।

আপনি কি জানেন? মসজিদে কুবা দুনিয়ায় ফজিলতপূর্ণ চারটি মসজিদের একটি

ধর্মপ্রাণ সাধারণ মুসল্লিদের সুবিধার জন্যই মসজিদটির পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রিন্স সালমান।

সূত্র: আল আরাবিয়া

SHARE THIS ARTICLE