কুয়েত থেকে ওয়ার্ক পারমিটের ভিসা নিয়ে ইউরোপে জমাচ্ছেন বাংলাদেশিরা

কুয়েত প্রতিনিধিঃ উন্নত জীবনের আশায় সম্প্রতি কুয়েত থেকে অনেক প্রবাসী সপরিবারে পাড়ি জমাচ্ছেন ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে। পোল্যান্ডসহ কয়েকটি দেশে দক্ষ জনশক্তি নেয়ার সুযোগ তৈরি হওয়ায় ওয়ার্ক পারমিটের ভিসা নিয়ে বিভিন্ন দেশে যাচ্ছেন প্রবাসীরা।

কুয়েতে কোনো দেশের প্রবাসীদের স্থায়ীভাবে থাকার সুযোগ নেই। প্রতি বছরই রেসিডেন্সি নবায়ন করতে হয়। তবে কর্মসংস্থানের পাশাপাশি নিরাপদে ব্যবসা করার সুযোগ থাকায় অনেক প্রবাসী কুয়েত ছেড়ে সহজে যেতে চান না।

এবার পোল্যান্ডসহ কয়েকটি দেশে দক্ষ জনশক্তি নেয়ার সুযোগ পাওয়ায় কুয়েত ছাড়েছেন অনেক বাংলাদেশি।

কুয়েত থেকে ওয়ার্ক পারমিটের ভিসা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশিরা। এবার চারটি শর্তে ডাইভারসিটি ভিসা লটারি প্রোগ্রামে কুয়েত থেকে আবেদন করতে পারবেন প্রবাসীরা।

আবেদনকারীদের অবশ্যই মাধ্যমিক পাস বা তার সমতুল্য কোনো পরীক্ষার প্রশংসাপত্র থাকতে হবে। কেবল অভিজ্ঞতাসম্পন্ন প্রবাসীরাই এ সুযোগ পাবেন। মার্কিন পররাষ্ট্র দফতরের পরিসংখ্যানের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ২০২১ সালে এশিয়া অঞ্চলের চার হাজারের বেশি প্রবাসী গ্রীনকার্ড পেয়েছিলেন। এর মধ্যে কুয়েতেরই ছিল ৫২ জন।

এদিকে ইউরোপ আমেরিকার দেশগুলোতে যাওয়ার সুযোগ তৈরি হওয়ায় আনন্দিত কুয়েত প্রবাসীরা।

SHARE THIS ARTICLE