চীনের সিনোফার্মার টিকার অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ করোনা ভাইরাস মহামারিতে জরুরি ব্যবহারে চীনের সিনোফার্মার টিকার অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার এ টিকাটি তালিকাভুক্ত করে ডব্লিইএইচও। সংস্থাটি বলছে, মহামারিতে দরিদ্র দেশের টিকা পাওয়ার সহজলভ্যতায় এটি সাহায্য করবে। অনুমোদনের ফলে সিনোফার্মার ভ্যাকসিনকে কোভাক্সে অন্তর্ভুক্ত করা যাবে। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্বব্যাপী উদ্যোগ যা বিশ্বজুড়ে ন্যায়সঙ্গত ভ্যাকসিন বিতরণে সহায়ক হবে। ইতোমধ্যে ধনী দেশগুলো করোনা টিকার ডোজ সংগ্রহ করছে। ভারত করোনা টিকা উৎপাদনকারী দেশের মধ্যে অন্যতম। তবে দেশটিতে করোনা শনাক্ত ও মৃত্যু বেড়ে যাওয়ায় টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে কিছু দেশ অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসনের করোনা টিকার ডোজ সরবরাহ স্থগিত করেছে। আগামী সপ্তাহে চীনের আরেকটি ওষুধ কোম্পানি সিনোভ্যাকের করোনা টিকা অনুমোদনের বিষয়ে বিবেচনা করবে

SHARE THIS ARTICLE