আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ যখন রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আমেরিকা ও চীনের মধ্যে মতভেদ তীব্র হচ্ছে তখনই ইরান ও চীনের মধ্যে ২৫ বছরের জন্য কৌশলগত অংশীদারিত্বের ব্যাপারে একটি চুক্তি চূড়ান্ত করতে সম্মত হয়েছে বেইজিং ও তেহরান।
এই ৪০০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ও সুরক্ষা চুক্তি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, এই খসড়া চুক্তির প্রস্তাবে এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি সম্মতি জানিয়েছেন। এখন চুক্তিটি অনুমোদনের জন্য ইরানের পার্লামেন্টে তোলা হবে। সেখানে অনুমোদন পেলে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এই চুক্তির খসড়া তৈরির বিষয়টি স্বীকার করেন।
এই চুক্তি অনুযায়ী, জ্বালানি, বন্দর, সামরিক, তথ্যপ্রযুক্তিসহ ইরানের বিভিন্ন খাতে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করবে চীন। এর বদলে চীন কম বিনিময় মূল্যে ২৫ বছর ধরে তেল ও গ্যাসের পর্যাপ্ত সরবরাহ পেতে থাকবে।
বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি ঐ অঞ্চলের ভূ-রাজনীতির কৌশলগত সমীকরণ বদলে যাবে। চীন-ইরান ঐক্য মধ্যপ্রাচ্যে এক নতুন বিশ্বশক্তি হিসেবে দেখা দিতে পারে। এতে অর্থনৈতিক ও বাণিজ্য খাতের পাশাপাশি সামরিক বিষয়েও চীনের প্রভাব বাড়বে। ইরানের বন্দরগুলোতে যদি চীনা প্রভাব বৃদ্ধি পায়, তবে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবে।