জামালপুর কুকরের কামড়ে ৪৪ জন হাসপাতালে

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ জামালপুর জেনারেল হাসপাতাল সূত্র বলছে, কুকরের কামড়ের শিকার ৪৪ জন হাসপাতালের জরুরি বিভাগে গিয়েছিলেন । তাদের ভ্যাকসিন দেয়াসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. তৌহিদুল ইসলাম রাজিব জানান, আক্রান্তদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন ছিল। তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে যে কুকুরগুলো তাদের কামড় দিয়েছে, সেগুলো পাগলা কুকুর কি না জানা যাচ্ছে না।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান জানান, কুকুরে কামড়ানো রোগীদের দুটি ভ্যাকসিন দিতে হয়। এর মধ্যে একটি ভ্যাকসিন হাসপাতালে ছিল, সেগুলো দেয়া হয়েছে। অনেকেই বাকি ভ্যাকসিনটা বাইরে থেকে সংগ্রহ করেছেন।

জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, সরকারি নির্দেশনা রয়েছে কুকুর নিধন না করার। পৌরসভায় কুকুরের জন্মনিরোধক ভ্যাকসিন নেই। এসব জুন মাসে বরাদ্দ আসে। তবে পৌরসভার নিজস্ব অর্থায়নে জলাতঙ্কের কিছু ভ্যাকসিন সংগ্রহ করে কুকুরের উৎপাত থেকে শহরবাসীকে রক্ষা করা হবে।

SHARE THIS ARTICLE