জামিন পেলেও মুক্তি পাননি পরীমণি

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছেন  চিত্রনায়িকা পরীমণি। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের  আদালতে এ মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় মাদক আইনের মামলায় পুলিশ অভিযোগপত্র দাখিল না করা পর্যন্ত পরীমণির জামিন মঞ্জুর করেন আদালত। পরীমণির আইনজীবী প্যানেলের সদস্য আমান রেজা বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে জামিন হলেও ছাড়া পাননি পরীমণি। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সন্ধ্যা পর্যন্ত পরীমণির জামিন-সংক্রান্ত কাগজপত্র তাদের হাতে এসে পৌঁছেনি। ফলে তাকে মুক্তি দেয়া যায়নি। কারাগারে জামিনের কাগজপত্র পৌঁছলে তা যাচাই-বাছাই করে এ শিল্পীকে মুক্তি দেয়া হবে।

গত ৪ আগস্ট রাজধানীর বনানীর ১২ নম্বর রোডে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সে সময় তার বাসা থেকে বিদেশী ব্র্যান্ডের মদসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দের কথা জানায় র্যাব। পরে এ ঘটনায় বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মাদক মামলায় ১৩ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওইদিন সন্ধ্যায় তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। গ্রেফতারের পর কয়েক দফায় পরীমণিকে রিমান্ডে নেয় পুলিশ।

SHARE THIS ARTICLE