
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ জালালাবাদ এসোসিয়েশন যুক্তরাজ্য শাখা, বাংলাদেশে কোভীড-১৯ সংকট মোকাবেলায় সিলেটে খাদিমপাড়ায় ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল (আইসোলেশন সেন্টার) , বিয়ানীবাজার আইসোলেশন সেন্টার, নবীগঞ্জ সরকারী হাসপাতাল, গোলাপগঞ্জ হাসপাতাল এবং কুলাউড়া হাসপাতালে বিভিন্ন সংস্থা এবং দানশীল ব্যাক্তিদের সহায়তায় ব্যাপক কার্য্যক্রম গ্রহণ করেছে বলে জানিয়েছেন জালালাবাদ এসোসিয়েশন যুক্তরাজ্য শাখার সভাপতি জনাব মুহিবুর রহমান মুহিব।
বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট এবং কিডনি ফাউন্ডেশনের সাথে এসকল হাসপাতালে জরুরী অক্সিজেন পরিমিত সরবারহ নিশ্চিত করতে অক্সিজেন কনসেন্ট্রেটর নামক যন্ত্র সরবরাহের উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জালালাবাদ এসোসিয়েশন যুক্তরাজ্য। তিনি আশা প্রকাশ করেন, জাতির এই দূর্যোগপূর্ন মুহূর্তে সকল প্রবাসীরা সহায়তার হাত বাড়িয়ে দিয়ে জনগণের সেবায় এগিয়ে আসবেন।