জেগে উঠো নারী!

জেগে উঠো নারী!

জাকিয়া রহমান

চারদিকের সংবাদ শুনে,
মনে হয় আমার কাছে-
পৃথিবীটা ফিরে গেছে
সেই আদিম যুগে।
যে পথটি ছিল চেনা,
সে পথটি আজ অচেনা।
আমার জানা মাটিতে আমি কি,
সত্যই দাঁড়িয়ে আছি?
নাকি বাস করি বর্বর যুগে,
যেখানে আমার ডানে-বাঁয়ে,
হিংস্র জানোয়ার ওঁত পেতে আছে।
সুযোগ পেলেই মারবে থাবা,
ছোবল ধারাল নখর জ্বালা।
রক্ত মাংসের দেহের চিহ্ন
করে দেবে সব ছিন্ন ভিন্ন!
আমাদের রক্ষক!
আজ ভক্ষক!
আমাদেরকেই রুখে দাঁড়াতে হবে!
আমরা যেহেতু মাতা, জায়া, ভগ্নি
এ ধরার শ্রেষ্ঠ জীবের জন্মদাত্রী,
এ পৃথিবীর রক্ষার ভার আমাদেরি।
জাগতে হবে হে নারী!
হতে হবে মহা মুক্তি!
জেগে উঠো নারী!
জেগে উঠো নারী!

SHARE THIS ARTICLE