ঝিনাইদহে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে বিজয়ী তৃতীয় লিঙ্গের ঋতু

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ঝিনাইদহের কালীগঞ্জের ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নে নৌকার প্রার্থী নজরুল ইসলাম ছানাকে বিপুল ভোটে হারিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।

রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটে নজরুল ইসলাম ঋতু পেয়েছেন ৯৫৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট।

ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে বিজয়ী তৃতীয় লিঙ্গের ঋতু

এলাকাবাসী জানান, নজরুল ইসলাম রিতু ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের তৃতীয় সন্তান। পাঁচ বছর বয়সে তার তৃতীয় লিঙ্গ শনাক্ত হয়। সমাজের এক শ্রেণির মানুষের কারণে তখন এলাকা ছাড়তে বাধ্য হন। সে সময় থেকে ঢাকার ডেমরা এলাকায় থাকতেন। নানা প্রতিবন্ধকতার কারণে প্রাথমিকের গণ্ডি পেরোতে পারেননি। তবুও শিকড়ের টানে প্রায়ই বাড়িতে আসতেন। জমানো অর্থ দিয়ে এলাকার মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠানে সহযোগিতা করতেন।

ঋতু জানান, সমাজের বৈষম্য দূরীকরণ ও অসহায়দের অধিকার প্রতিষ্ঠা করার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। ত্রিলোচনপুর ইউনিয়নেক মডেল ইউনিয়নে রূপ দিতে চান। সে কারণে সবার সহযোগিতা কামনা করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালেক জানান, তৃতীয় ধাপে নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে কালীগঞ্জের ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নে নৌকার প্রার্থী নজরুল ইসলাম ছানাকে বিপুল ভোটে হারিয়ে তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতু নির্বাচিত হয়েছেন।

SHARE THIS ARTICLE