ধূসর প্রজাপতি

ধূসর প্রজাপতি
শিরিন আক্তার

চোখ ভরে যে দেখতে চেয়েছো
রঞ্জন রশ্মিটা চিনতে তো??
বুক ভরে যে শ্বাস নিতে চেয়েছো
জানতে কি অক্সিজেনের পরিমানটা কতো?
এতো যে কাছে আসতে চেয়েছো
কতোটুকু সংযম ছিলো তোমার??
ভালো যে বাসতে চাইছো—
তার কতটুকু উত্তাপ সইতে পারবে তুমি?
তুমি তো একটা মানবের অবয়ব
ধৈর্যহিন মূর্তিরূপ মাত্র।
চলে গিয়ে কি ভেবেছিলে
আমি বসন্তের কোকিল??
ফাগুন চলে গেলেই থেমে যাবে কুহু-কুহু
না কি কোন এক বাতাসে ভরা বেলুন
সামান্য সুচের খোঁচায় চুপসে গিয়ে–
এক নিমিষেই হবো সারা।
আমি চঞ্চলা,আমি চপলা
আমি প্রলয়,আমি ঘূর্নি
ধুলোয়,ধুলোয় ঘূর্নি ফেলি।
আমি এক ধূসর প্রজাপতি পিছুটান হীন
হাওয়ার তালে তালে ঘুরে বেড়াবো
এই ধূসর এক বিশ্বাসঘাতকের দুনিয়ার অন্তরালে,

যার নিজস্ব কোন অস্তিত্ব নাই
নাই কোন স্বকীয়তা,,,,,,
তাং-০৭/০৫/২০১৫ ইং।

SHARE THIS ARTICLE