নারী দিবসে ৯ নারী পেলেন ‘শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী পুরস্কার’

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের তৃণমূল পর্যায়ের ৯ জন স্বাবলম্বী নারী পেলেন ‘শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী পুরস্কার’। সোমবার (৮ মার্চ) বিকেলে রাজধানীর এলজিইডি ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই সম্মাননা দেয়।

পুরস্কার পাওয়ার নারীদের মধ্যে একজন ফরিদা বেগম। অল্প বয়সে বিয়ে হওয়ার কয়েক বছরের মধ্যেই মারা যান তার স্বামী। দুই মেয়েকে নিয়ে যখন দিশেহারা অবস্থা- তখন তার পাশে এসে দাঁড়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। শুরু হয় তার ঘুরে দাঁড়ানোর গল্প।

শুধু ফরিদা বেগমই নন এ রকম আরো অনেক নারীর দুর্দিনে সাথী হয়েছে এল জি ই ডি। আন্তর্জাতিক নারী দিবসে সমাজের বিভিন্ন পর্যায়ে লড়াই করে স্বাবলম্বী হওয়া এমন ৯ জন নারীর হাতে ‘শ্রেষ্ঠ আত্ননির্ভরশীল নারী পুরষ্কার’ তুলে দেন স্থানীয় সরকার মন্ত্রী। প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে জয়ী হওয়া নারীরা এমন স্বীকৃতি পেয়ে আবেগে আপ্লুত।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, নারী সমাজকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। নারীর সহযোগিতা ছাড়া দেশে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশে নারী উন্নয়নের ফলেই সকলক্ষেত্রে সাফল্য এসেছে। নারীকে ক্ষমতায়ন করতে এবং জেন্ডার বৈষম্য কমিয়ে আনতে একটি প্রকৌশল সংস্থা হয়েও এলজিইডি বিশাল ভূমিকা রেখে চলেছে গত একত্রিশ বছরেরও বেশি সময় ধরে।

পুরস্কার প্রাপ্ত নারীরা হচ্ছেন- পল্লী উন্নয়ন সেক্টরে- আঁখি আক্তার, মোছা. ফরিদা বেগম ও তাছলিমা বেগম, নগর উন্নয়ন সেক্টরে- রাজিয়া খাতুন, লিপি চাকলাদার, মোসা. মুনিরা বেগম, পানিসম্পদ উন্নয়ন সেক্টরে- মোছা. জেসমিন আক্তার, মোছা. স্বপ্না আক্তার এবং রোজিনা আক্তার।

পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ৯ জন শ্রেষ্ঠ স্বাবলম্বী নারীকে এলজিইডি প্রদত্ত সম্মাননা পুরস্কার ও নগদ জনপ্রতি ১ম পুরস্কার ১৫ হাজার টাকা, ২য় পুরস্কার ১২ হাজার টাকা ও ৩য় পুরস্কার ১০ হাজার টাকা প্রদান করেন।

SHARE THIS ARTICLE