নিমজ্জিত প্রতিবাদ

নিমজ্জিত প্রতিবাদ
ডাঃ জিন্নুরাইন জায়গীরদার

এ-মেলায়, ন্যায়; জীবন হারিয়ে হয়েছে বিকল
অন্যায় নেই তাই, প্রতিবাদ হয়েছে অচল
এ-বেলায়, আচার; স্পন্দন হারিয়ে হয়েছে নিশ্চল
অত্যচার নেই তাই, প্রতিরোধ হয়েছে নিশ্চল
এ-ভেলায়, বিচার; শক্তি হারিয়ে হয়েছে দুর্বল
অবিচার নেই তাই, লড়াই হয়েছে নিস্ফল।
কণ্ঠে শব্দ নেই, মিছিলে মানুষ নেই
অস্ত্র নেই, গোলা বারুদ নেই, হাতেও শক্তি নেই
গর্জন, তর্জন, বর্জন কিছু নেই
তাই ওখানে পরম শান্তি অবিরত করছে বিচরন
সেখানে ফুলেল, স্বর্গীয় শান্তি, সুবিমল
প্রতিবাদ! মূক ও বধির! শক্তিমত্তাহীন
বংগোপসাগরের গভীরে নিমজ্জিত বিলীন!!

SHARE THIS ARTICLE